Today Trending Newsকলকাতানিউজ

কলকাতায় করোনা ভাইরাস, আক্রান্ত এক রোগীর খোঁজ মিলল

Advertisement

বর্তমানে চিনে আগমন ঘটেছে এক ভাইরাসের, যার নাম করোনা ভাইরাস। সারা বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় এক লক্ষ। এবার কলকাতাতেও এই ভাইরাসে আক্রান্ত রোগীর খবর মিলল। করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক চিনা নাগরিককে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। জানা গিয়েছে, জো হুয়ামিন নামের মহিলাটির বয়স ২৮ বছর।

জানা গিয়েছে, তিনি মাস ছয়েক আগে ভ্রমণে বেরিয়ে নামিবিয়া, মরিস আস, মাদাগাস্কা হয়ে গত ২৪ জানুয়ারি ভারতে প্রবেশ করেন। তারপরই করোনা ভাইরাস সন্দেহে তাকে ভর্তি করা হয় অ্যাপোলোতে। গতকাল রাতে সেখান থেকে বেলেঘাটা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন : যারা পার্ক সার্কাসে আন্দোলন করছে তারা বিদেশি, সবাই বাংলাদেশি মুসলমান, বিতর্কিত মন্তব্য রাহুলের

চিন ছাড়াও করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য দেশগুলিতে, যেমন জাপান, সৌদি আরব ইত্যাদি। এই ভাইরাসে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০ জনের। এই ভাইরাস থেকে বাঁচতে ভারত নিয়েছে একাধিক পদক্ষেপ। সমস্ত বিমানবন্দরগুলিতে কড়া নজর রাখা হচ্ছে, জারি হয়েছে হাই এলার্ট।

চিন থেকে যারা ভারতে প্রবেশ করছেন দমদম বিমানবন্দরে তাদের থার্মাল স্কিনিং হচ্ছে। যারা চিনের বাসিন্দা তাদের ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে। ভারতীয় কোনো ব্যক্তির দেহে এই ভাইরাস দেখা দিলে তাকে স্থানান্তরিত করা হবে বেলেঘাটা আইডি হাসপাতালে। সবসময় বেলেঘাটা আইডি হাসপাতাল এই ভাইরাসে আক্রান্ত রুগির চিকিৎসা করতে প্রস্তুত।

Related Articles

Back to top button