দেশনিউজ

গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে মাত্র ৬%, মার্চের নিরিখে যা সর্বনিম্ন

Advertisement

গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রমণ বেড়েছে ৬%, যা গত মার্চের নিরিখে দিনপ্রতি সবচেয়ে কম। এমনই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের একটি সূত্র। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যের উপর ভিত্তি করে বলা হচ্ছে একথা। জানা যাচ্ছে, নতুন সংক্রমণের হার আগের থেকে অনেক কমেছে। মার্চে দিনপ্রতি সংক্রমণের হার ছিল উদ্বেগজনক ভাবে বেশি, গত ২৪ ঘন্টার রিপোর্টে তা অনেকটাই কম। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যমন্ত্রকের একটি বৈঠক হয়, সেখানেই এই বিষয়ে আলোচনা হয় বলে জানাচ্ছে সূত্র।

জানা যাচ্ছে, বৈঠকে আলোচনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, দিনপ্রতি মৃত্যুর হার ৩.১ শতাংশ এবং দিন প্রতি সুস্থ হয়ে ওঠার হার ২০ শতাংশ, যা অত্যন্ত আশাব্যঞ্জক। বাইরের দেশগুলির তুলনায় যা অনেকটাই ভালো। সরকারি খবর অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্ত কেসের সংখ্যার খোঁজ পাওয়া গিয়েছে ১৪২৯ টি। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৪,৯৪২। দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫,২১০ জন।

শুক্রবার সন্ধ্যায় করোনা রোগীর বৃদ্ধি হয়েছিল ৭.৪৮ শতাংশ, শনিবার সকালে সেই বৃদ্ধির হার কমে হয়েছে ৫.৮ শতাংশ। দিন দুয়েক আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে দেশে আক্রান্তের সংখ্যা গুণোত্তর প্রগতিতে বাড়ছে না, রৈখিক পদ্ধতিতে বাড়ছে। দেশে যত করোনা আক্রান্ত হয়েছেন তার মধ্যে বেশিরভাগ মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটে রয়েছে।

Related Articles

Back to top button