Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বেড়েই চলেছে করোনার থাবা, দেশে একদিনে মৃত ৩২৫ জন

Updated :  Monday, June 15, 2020 10:54 AM

দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। গত  ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু হয়েছে ৩২৫ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা হল ৯ হাজার ৫২০ জনের। আর আক্রান্ত হয়েছেন মোট ৩ লক্ষ ৩২ হাজার ৪২৪ জন।

তবে আশার কথা এই যে দেশে সুস্থতার হার ও বজায় রয়েছে। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৪১৯ জন। ফলে এই নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬৯ হাজার ৭৯৮ জন। এদিকে মহারাষ্ট্র সেই প্রথম থেকেই আক্রান্ত ও মৃতের নিরিখে শীর্ষে ছিল। এখনও আছে। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ৯৫৮ জন। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৫০ জনের।

এরপরেই রয়েছে তামিলনাড়ু। মোট আক্রান্ত ৪৪ হাজার ৬৬১ জন। আর রাজধানী শহর দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ১৮২ জন। প্রায় সব রাজ্যতেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাংলাতেও বাড়ছে সংক্রমণ। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান অনুযায়ী বাংলাতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮৭ জন। মৃতের সংখ্যা ৪৭৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬০ জন।