কিছু দিন আগেই শোনা গিয়েছিলো টাকার মাধ্যমেও ছড়াতে পারে করোনা ভাইরাস, তাই সেই চিন্তায় ছিলো আপামর দেশের জনগন। কিন্তু এবার আবার টাকা নিয়ে করোনা ভাইরাস ছড়ানোর বিষয় আনলো আরবিআই। সারা দেশে বহু মানুষ এখন করোনা আক্রান্ত, তার মধ্যেই প্রতি দিনই রেকর্ড হারে বাড়ছে করোনার হার।
কিন্তু এই সংক্রমণ রোখার জন্যই এবার একাধিক অনলাইন লেনদেনের প্ল্যাটফর্ম চালু হয়েছে। করোনা রুখতে এবার ডিজিটাল পেমেন্টকেই ভরসাস্থল মনে করা হচ্ছে। সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। অন্য দিকে মার্কিন যুক্তরাষ্ট্রতে আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি, তৃতীয় স্থানে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা প্রায় ১লাখ ৪৪ হাজার।
সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১ লাখ। আর ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে প্রায় ১,০০,৮৪২ জনের। শুরু থেকে লকডাউন করেও ঠেকানো যায়নি করোনা সংক্রমণ।করোনা ভাইরাসে ভারতে আক্রান্ত বেড়ে ৬৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সব মিলিয়ে যত দিন যাচ্ছে পরিস্থিতি ততো খারাপের দিকে এগোচ্ছে।