দেশে করোনা আক্রান্তের সংখ্যা চলছে। প্রতিদিনই প্রায় ১০ হাজার লোক করোনা সংক্রমিত হচ্ছেন। গত ২৪ ঘন্টায় ফের আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯৮৫ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭৬ হাজার ৫৬৩ জন। তবে স্বস্তির খবর সুস্থতার সংখ্যা। যা কিনা আশার আলো দেখাচ্ছে। এই প্রথম দেশে সক্রিয় করোনা আক্রান্তের তুলনায় করোনাতে সুস্থ রোগীর সংখ্যা অনেক বেশি।
ভারতে মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৫ হাজার ২০৬ জন। আর এখন দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২ জন। আরও অনেক মানুষ ক্রমেই সুস্থতার দিকে এগোচ্ছেন। তবে মৃতের সংখ্যা ও বাড়ছে। গত একদিনে মৃত্যু হয়েছে ২৭৯ জন। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৭৪৫ জন।
এদিকে মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা চীনের আঁতুরঘর উহানকেও ছাপিয়ে গেছে। মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লাগামছাড়া বৃদ্ধি হয়েছে মহারাষ্ট্রে। দেশের মোট ছয় রাজ্যেই আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ শতাংশের কাছাকাছি। শেষ ৮ দিন ধরে ভারতে আক্রান্তের সংখ্যা ৯ হাজারের উপরেই আছে। বিশ্বের আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত এখন ৬ নম্বরে রয়েছে। সংক্রমণ না কমালে ভবিষ্যতে সমস্যা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।