বাড়ছে করোনার দাপট, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লক্ষের বেশি
বিশ্বে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৪১ লক্ষের বেশি। দ্রুত হারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। বিশ্বে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লক্ষ ১ হাজার ৬৯০ জন। শুধু সংক্রমণেই থেমে নেই করোনা, তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৮২ হাজার ৭০৩ জন। সুস্থ হয়ে ফিরেছেন ১৪ লক্ষ ৮ হাজার ৯২৮ জন।
করোনাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমেরিকা। বিশ্বের শক্তিশালী দেশে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। মোট আক্রান্ত ১৩ লক্ষ ২৯ হাজার ২৬০ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৫২৬ জন। শুধু আমেরিকা নয়, ব্রিটেনেও খুব দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। ব্রিটেনে মৃতের সংখ্যা ও আক্রান্তের সংখ্যা ইতালিকে ছাপিয়ে গেছে। ব্রিটেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২০ হাজার ৪৪৯ জন। আর মৃত্যু হয়েছে ৩১ হাজার ৯৩০ জনের। ব্রিটেনে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে খুব দ্রুত সেই সংখ্যা স্পেনকেও ছাপিয়ে যাবে।
স্পেনে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৪ হাজার ৩৫০ জন , আর ইতালিতে ২ লক্ষ ১৯ হাজার ৭০ জন আক্রান্ত হয়েছেন। তবে ইতালিতে মৃতের সংখ্যা ধীরে ধীরে কমছে। আক্রান্তের সংখ্যার নিরিখে পিছিয়ে নেই রাশিয়াও। বিশ্বের করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। সেই দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৬৮৮ জন। তবে রাশিয়াতে মৃতের সংখ্যা অনেক কম। এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৯১৫ জনের।