সোশ্যাল মিডিয়াতে নানা রকমের ভুল তথ্য সম্পর্কিত পোস্ট ঘুরছে। সরকার বার বার ভুয়ো ম্যাসেজ ছড়াতে নিষেধ করলেও সেগুলি চলছে। করোনা ভাইরাস সম্পর্কিত নানা পোস্টার ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়। কিছু পোস্ট বাস্তব হলেও বেশিরভাগ ফেক। যার জন্য মানুষের মনে আতঙ্ক আরও বাড়ছে। কয়েকদিন আগে বলা হল যে মুরগিতে করোনা ভাইরাস থাকে, কখনো আবার বলা হল মদ খেলে ভাইরাস চলে যাবে।
কিন্তু এই সমস্ত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানতে নারাজ। এরমধ্যেই আবার একটি তথ্য ভাইরাল হয়েছে যে বাঁধাকপির উপর নাকি করোনা ভাইরাস সবচেয়ে বেশিক্ষন থাকে। বলা হয়েছে যে প্রায় ৩০ ঘন্টা নাকি বাঁধাকপির উপর ভাইরাস থাকতে পারে। এইটা দেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে এটা ভিত্তিহীন। এরকম কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
তাই এরকম ম্যাসেজ বা পোস্ট দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই। এগুলি ভুয়ো ম্যাসেজ। বাঁধাকপিতে কোনো ক্ষতি হবে না, তবে সেদ্ধ করে খেতে হবে। কারণ এর মধ্যে থাকা পোকা যদি শরীরে যায় তাহলে মানুষের অসুখ হতে পারে। হু-র নির্দেশ মতো বাধাঁকপিকে ভালো করে সেদ্ধ করে তবেই রান্না করা উচিত।