দেশে ফের নতুন করে করোনা আতঙ্ক, COVID-19 আক্রান্ত ১৬৬ জন, উদ্বেগ বাড়াচ্ছে এই রাজ্য
আজকেই ভারতের করোনা সংক্রমণের একটি রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
আবারো করোনাভাইরাসের আতঙ্ক বাড়তে শুরু করেছে দেশে। এই মুহূর্তে গোটা দেশে মোট ১৬৬ জন করোনাভাইরাস আক্রান্তের খোঁজ মিলেছে বলে জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে। করণা সংক্রমণ নিয়ে আবারও আজ একটি রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যার রীতিমত কপালে ভাঁজ ফেলেছে চিকিৎসক এবং প্রশাসনিক কর্মকর্তাদের। ইতিমধ্যেই করোনাভাইরাস এর রিপোর্ট নিয়ে বেশ চিন্তার মধ্যে রয়েছেন সকলে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এখনো পর্যন্ত ভারতে করোনাভাইরাসের আক্রান্ত সক্রিয় মামলার সংখ্যা ৮৯৫ জন। রবিবার সকাল ৮ টায় আপডেট করা তথ্য দেখা গিয়েছে ইতিমধ্যেই দেশের করোনাভাইরাস মামলার সংখ্যা ৪ কোটি ৫০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৩৩ হাজার।
রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জারি করা একটি রিপোর্টে জানা গিয়েছে, ভারতে ১৬৬ টি নতুন করণা ভাইরাস সংক্রমণের হদিশ মিলেছে। গত ২৪ ঘন্টায় দৃষ্টান্তমূলকভাবে বৃদ্ধি পেয়েছে দেশের করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। বলতে গেলে দেশে করোনা ভাইরাস সংক্রমণের হার আবারও বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে করোনাভাইরাস আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৫ জন। রিপোর্ট বলছে ১৬৬ টি নতুন করোনাভাইরাস মামলার মধ্যে বেশিরভাগই এই মুহূর্তে কেরালা থেকে এসেছে। বিষয়টি বেশ উদ্বেগজনক অবশ্যই।
এই মুহূর্তে করোনা ভাইরাস আক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা লোকের সংখ্যা ভারতে রয়েছে ৪ কোটি ৪৪ লক্ষ। করণা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯৮.৮১ শতাংশ ভারতীয়। অন্যদিকে করোনা সংক্রমণের মামলায় মৃত্যুর হার মাত্র ১.১৯ শতাংশ। তবে এই রিপোর্ট দেখে একেবারেই উড়িয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার নেই। যদি আবারো করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয় ভারতে তাহলে আবারও হয়তো লকডাউন আসতে পারে। ফলে বিষয়টা আরো চিন্তার হয়ে উঠতে পারে ভারতের সাধারণ মানুষের জন্য।