Today Trending Newsনিউজরাজ্য

পশ্চিমবঙ্গে প্রথম যুবকের শরীরে মিলল করোনা জীবাণু, ভর্তি বেলেঘাটা আইডিতে

Advertisement

এবার কলকাতাতে করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেলো। ইংল্যান্ড ফেরত এক যুবকের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। এটিই পশ্চিমবঙ্গের প্রথম করোনা আক্রান্ত কেস। এর আগে করোনায় আক্রান্ত সন্দেহে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করলেও কারও শরীরে পজিটিভ পাওয়া যায়নি। ইংল্যান্ড ফেরত ওই যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

১৫ই মার্চ ইংল্যান্ড থেকে দেশে ফেরেন ওই যুবক। দেশে ফেরার পর যখন চেক করে হয় তখন আর শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি, কিন্তু তাকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এরপর তার নমুনা সংগ্রহ করে বেলেঘাটা আইডিতে পাঠানো হয়। সেখানেই পরীক্ষার পর আজ ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত।

আরও পড়ুন : করোনা আতঙ্কে বাতিল একের পর এক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল হল

ওই যুবকের পরিবারের সূত্রে জানা যাচ্ছে, ইংল্যান্ড থেকে দেশে ফেরার আগে সেখানে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ওই যুবক। সেই পার্টির চারজনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। সেখান থেকেই ওই যুবকের শরীরে ছড়িয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। ইংল্যান্ড থেকে ফেরার পর ওই যুবক বাড়িতে যাদের সংস্পর্শে গেছিলেন তাদেরও বেলেঘাটা আইডিতে আনা হচ্ছে বলে খবর, তাদেরও নমুনা সংগ্রহ করে দেখা হবে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে।

Related Articles

Back to top button