বলিউডের প্রথা ভেঙে আজকের দিনে সোশ্যাল মিডিয়ার বদৌলতে আলোচনায় স্থান পেয়েছেন অনেক সাধারণ মানুষ। বিশেষ করে ভারতীয় তরুণীরা বর্তমানে একছত্র আধিপত্য বিস্তার করছেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার রঙিন জগতে যুক্ত হয়েছেন আট থেকে আশি বছরের সকল মানুষ। যারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওগুলি উপভোগ করতে পছন্দ করেন এবং তাতে নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এক কথায়, স্বতঃস্ফূর্তভাবে আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় রাজ করতে পারেন যে কেউ।
চোখে পড়ার মতো পারফরম্যান্স বোধহয় একেই বলে। আজ্ঞে হ্যাঁ, বর্তমানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যম তথা টুইটারে একটি কয়েক সেকেন্ডের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে। যা দেখলে আপনি মনের শান্তি অনুভব করবেন। পাশাপাশি, ভারতীয় ওই দম্পতির মনমুগ্ধকর পারফরমেন্সের প্রশংসা করতে বাধ্য হবেন আপনি। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল ডান্সের ভিডিওটি নিয়ে এসেছি। যেখানে এক ভারতীয় দম্পতিকে বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী তথা প্রভুদেবাকে টক্কর দিতে দেখা গেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowটুইটারে ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, বলিউডের অত্যন্ত জনপ্রিয় গান তথা “মুকাবলা-মুকাবলা”-তে মনোমুগ্ধকর ভঙ্গিতে ডান্স করছেন এক দম্পতি। যে ভিডিওতে তাঁদেরকে প্রভু দেবার স্টাইল কপি করতে দেখা গেছে। এমনকি টুপি পরার স্টাইলও হুবহু কপি করতে দেখা গেছে তাদের। বাড়ির খোলা ছাদে দম্পতির এই মনোমুগ্ধকর নাচের ভিডিও দেখার পর সোশ্যাল মিডিয়া প্রেমীরা নানা ধরনের মন্তব্য শেয়ার করেছেন। যেখানে একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন,”এটাই সোশ্যাল মিডিয়ার সেরা ডান্স ভিডিও”। অন্য একজন লিখেছেন,”এতো প্রভু দেবা প্রো ম্যাক্স”। দেখুন ইন্টারনেটের ভাইরাল ভিডিও-
Parbhu deva pro maxx🤣 pic.twitter.com/WEIAE8cTQR
— Kaneez Surka (@unknownca_) October 25, 2024