বাংলায় ফাঁসির নির্দেশ দিল আদালত, ধর্ষন-খুনে সাজা পেল দুই অপরাধী
২০১৪ সালের ১২ ডিসেম্বর বলাগড়ের জিরাট থানার উত্তর গোপালপুরের বাসিন্দা ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে টিউশন থেকে ফেরার সময় মেরে ধর্ষণ করার ঘটনায় ছয় বছর পর অভিযুক্তদের ফাঁসির নির্দেশ দিল চুঁচুড়া আদালত।গত ২২জানুয়ারি ধৃতদের দোষী সাব্যস্ত করে সোমবার তাদের ফাঁসির আদেশ দেয় আদালত।
ছয় বছর আগে রাতের অন্ধকারে টিউশন থেকে ফেরার সময় গৌরব মন্ডল, কৌশিক মালিক, ও এক নাবালক ওই ছাত্রীকে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে চিৎকার করে ওই নাবালিকা, খুন করা হয় তাকে। এরপর তার মৃতদেহ জঙ্গলে রেখে তারা খাওয়া-দাওয়া করে তিন লক্ষ টাকা মুক্তিপণ চায় ওই নাবালিকার বাড়ির লোকের কাছে। এরপর নাবালিকার দেহের সঙ্গে যৌনতায় মেতে ওঠে ওই তিনজন।
আরও পড়ুন : ফাঁসি আটকানোর চেষ্টা, আবারও আদালতে নির্ভয়া কান্ডের অন্যতম অভিযুক্ত
নাবালিকার দুই পা কেটে গঙ্গার পাড়ে পুঁতে দেয় অপরাধীরা। পরের দিন নাবালিকার বাড়ির লোক বলাগড় থানায় অপহরণের অভিযোগ দায়ের করলে তদন্তকারী অফিসারদের এসআই সোমনাথ দে ওই তিনজনকে গ্রেফতার করে। গৌরব মন্ডল ও কৌশিক মালিক ৩৬৩,৩৬৪ এ,৩০২ ধারায় দোষী প্রমাণ হয়। আরেকজন অপরাধী নাবালক হওয়ায় কোর্টে তার বিচার চলছে। ছয় বছর পর অবশেষে সুবিচার পেল ওই নাবালিকার পরিবার।