ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জানিয়েছে প্রতিবাদকারীদের দ্বারা কোনও সরকারি এলাকা, যেমন রাস্তা, পার্ক অনির্দিষ্টকালের জন্য দখল করা যায় না। আজ, বুধবার সুপ্রিম কোর্ট শাহিনবাগের বিক্ষোভের বৈধতার বিরুদ্ধে রায় দিয়েছে। সিএএ এনআরসি বিরোধী আন্দোলনের কেন্দ্র হয়ে উঠেছিল শাহিনবাগ, দিনের পর দিন রাস্তা আটকে প্রতিবাদ চলায় প্রভাব পড়েছে সাধারন মানুষের জীবনে।
আর সেই নিয়ে এদিন বিচারপতি সঞ্জয় কে কৌলের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে “শাহিনবাগ বা অন্য কোথাও হোক, জনসাধারণের ও সরকারি জায়গা এভাবে অনির্দিষ্টকালের জন্য দখল করা যায় না”। এই বিষয় নিয়ে যারা অভিযোগ জানিয়েছিলেন তারা অভিযোগে বলেছিলেন, প্রতিবাদের সময় দিল্লি রাজধানী এলাকা থেকে দেশের বিভিন্ন অংশের যোগাযোগের মূল রাস্তাটিই বন্ধ করে দেওয়া হয়েছিল এই কারণে লক্ষ লক্ষ সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হয়। আর এই নিয়ে আজ মামলার রায় বেরোয়।
যেখানে বেঞ্চ আরও জানিয়েছে যে সংবিধানের আওতায় প্রতিবাদের অধিকার নিশ্চিত হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরে বিক্ষোভ নির্দিষ্ট স্থানে দেখাতে হবে।