Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা পজিটিভ : হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী উত্তরপ্রদেশের ব্যাঙ্কের ম্যানেজার

Updated :  Saturday, August 29, 2020 9:03 PM

উত্তরপ্রদেশ : করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালের ছাঁদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ৪২ বছরের এক ব্যাক্তি। মৃতের নাম রাজেশ, পেশায় গ্রামীণ ব্যাঙ্ক ম্যানেজার।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাবাদে।গত বৃহস্পতিবার রাতে তিনি বাথ্রুমে যাওয়ার নাম করে ছাঁদে জান। পরে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।  পেশায় ব্যাঙ্ক ম্যানেজার ওই রোগী তীর্থঙ্কর মহাবীর মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন ।

করোনা সুস্থতার হার বাড়লেও রোজ রেকর্ড সংখ্যায় বাড়ছে সংক্রমণ, যার ভয়ে এখনো অনেকেই আপাতত গৃহবন্দী, জিনিস কেনার ক্ষেত্রে তারা বেছে নিয়েছেন অনলাইন মাধ্যমকে। কিন্তু তাও রোজ লাফিয়ে বাড়ছে করোনার হার। এসবের মধ্যেও যারা করোনা আক্রান্ত হচ্ছেন তারা নিজেদের হোম আইসোলেশনেই রাখছেন।  যাঁদের রিপোর্ট পজিটিভ কিন্তু উপসর্গ তেমন নেই বা হালকা থেকে মাঝারি উপসর্গ আছে তাঁদেরও ঘরেই থাকার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকরা।

কিন্তু আরে আগে করোনা আক্রান্ত হওয়ায় অনেকেই আত্মহত্যার মতন ঘটনা ঘটিয়েছে সে কারোরই অজানা নয়। গত ২১ জুলাই তাঁর কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে আর এরপরেই গত ২৫ জুলাই তাঁকে ওই সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশের অনুমান, করোনার জেরেই হয়তো মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন রাজেশ ।

আর তার জেরেই এভাবে নিজেকে শেষ করতে আত্মহত্যার প্তহ বেছে নেন।কিন্তু এখনো পর্যন্ত সঠিক ঘটনা জানা না গেলেও সম্পূর্ণ ঘটনাটাই খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ।শহরের পুলিশ সুপার অমিত আনন্দ জানিয়েছেন, “এই আত্মহত্যার পেছনে অন্য কনো কারণও থাকতে পারে তা জানার জন্য এখন তদন্ত না করা পর্যন্ত সঠিক করে কিছু বলা যাচ্ছে না”।