Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা আক্রান্ত পরিচালক কৌশিক গাঙ্গুলী, উপসর্গ দেখা মিলল ঋত্বিক ও সোহিনীর

Updated :  Wednesday, April 28, 2021 4:09 PM

করোনা আবারও আঘাত হানল টলিউড ইন্ডাস্ট্রিতে। গত সপ্তাহে বোলপুর থেকে ফিরেছিলেন কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly) ও তাঁর ‘কবাডি কবাডি’-র টিম। কলকাতায় ফেরার দিন কয়েকের মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কবাডি কবাডি’-র অন্যতম টেকনিশিয়ান সুকান্ত চক্রবর্তী (sukanta chakraborty)। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় অ্যাম্বুল্যান্সেই মারা যান সুকান্তবাবু। টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় চিত্রগ্রাহক গোপী ভগত (Gopi bhagat)-এর সহকারী ছিলেন সুকান্তবাবু। তাঁকে ‘বিশুদা’ নামেই চিনতেন ইন্ডাস্ট্রির লোকজন।

এছাড়াও কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly)-ও করোনায় আক্রান্ত হয়েছেন। ‘কবাডি কবাডি’-র নায়িকা সোহিনী সরকার (sohini sarkar)-এর জ্বর, নায়ক ঋত্বিক চক্রবর্তী (Ritwik chakraborty)-র মুখে স্বাদ নেই। তবে তাঁরা করোনা আক্রান্ত কিনা তা এখনও জানা যায়নি।

অপরদিকে কৌশিকের ছেলে উজান (ujan) করোনায় আক্রান্ত। সেই সময় বোলপুরে শুটিং করতে ব্যস্ত ছিলেন কৌশিক। এই মুহূর্তে কৌশিক কলকাতায় হোম আইসোলেশনে রয়েছেন। তবে চূর্ণী গাঙ্গুলী (churni ganguly)-র রিপোর্ট নেগেটিভ এসেছে।