আন্তর্জাতিকনিউজ

ইউরোপে করোনার দ্বিতীয় ওযেভের শুরুতেই ফ্রান্সে জারি করোনা কারফিউ

Advertisement

প্যারিস: করোনা করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে ইউরোপ জুড়ে। আর সেই দ্বিতীয় ওয়েভ যথেষ্ট আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা ফ্রান্স এবং জার্মানিতে। আর তাই করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই করোনা কারফিউ জারি করা হল গোটা ফ্রান্সে। জার্মানিতেও কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, চেক রিপাবলিকে করোনার সংক্রমণের হার সবচেয়ে বেশি।

জানা যাচ্ছে, প্যারিস সহ ফ্রান্সের মোট আটটি শহরে নতুন করে করোনা কারফিউ জারি করেছে ফ্রান্স সরকার। রাত নটা থেকে সকাল ছ’টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে বলে খবর পাওয়া গিয়েছে। প্রাথমিকভাবে আগামী চার সপ্তাহ এই কারফিউ জারি থাকবে বলে জানা গিয়েছে। তবে ফ্রান্স সরকার চাইছে তারপরেও আরও দু’সপ্তাহ কারফিউ বাড়াতে। যদিও সেটা পরবর্তী পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

ইউরোপ জুড়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ওয়েভ। আর সেখানেই জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন সহ আরও বেশ কয়েকটি দেশে শক্ত হাতে করোনা পরিস্থিতি মোকাবিলা করার কাজ শুরু হয়ে গিয়েছে। এমনকি গোটা দেশের রেস্তোরাঁ, শপিং মল এবং সিনেমা হলগুলোতে নতুনভাবে নির্দেশিকা জারি করা হয়েছে।

Related Articles

Back to top button