Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দিল্লিতে ঘোষণা হতে পারে করোনার থার্ড ওয়েভ, আশঙ্কায় রাজধানীবাসী

Updated :  Thursday, October 29, 2020 5:16 PM

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে প্রথম দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা থেকে করোনা জয় করে সুস্থ হওয়ার সংখ্যা বেশি হয়েছে। যদিও পার্থক্য খুবই সামান্য, তবুও এটুকুই স্বস্তি দিচ্ছে রাজ্যের চিকিৎসকদের। কিন্তু যেই মুহুর্তে রাজ্যের করোনা পরিস্থিতি একটু ভালর দিকে, ঠিক সেই মুহূর্তে দিল্লির করোনা পরিস্থিতি ফের একবার উদ্বেগজনক হয়ে উঠল। শুধু তাই নয়, রাজধানীতে করোনার থার্ড ওয়েভের আশঙ্কায় রয়েছে দিল্লির চিকিৎসকরা।

বলা হয়েছে উৎসব মরসুমে লাফিয়ে লাফিয়ে দেশ জুড়ে বেড়েছে করোনার সংক্রমণ। যার মধ্যে দিল্লি অন্যতম। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশ করা বুলেটিন বলছে, গত ২৪ ঘন্টায় ফের একবার ৫০ হাজারের দোরগোড়ায় দৈনিক করোনা সংক্রমণ।

রাজধানীতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এ প্রসঙ্গে বলেছেন, ‘দৈনিক সংক্রমণ যদি পাঁচ হাজারের ওপর চলে যায়, তাহলে সেটাকে করোনার তৃতীয় ঢেউ হিসেবে ঘোষণা করা হবে। আগামী সপ্তাহটা দেখা যাক, তারপর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগে থেকে এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করা বুদ্ধিমানের কাজ হবে না।’ এখন আগামী সপ্তাহে দিল্লিবাসীর জন্য কী অপেক্ষা করছে সেটাই দেখার।