Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ থেকেই আমেরিকায় করোনা টিকাকরণ শুরু

Updated :  Monday, December 14, 2020 1:27 PM

ওয়াশিংটন: করোনা পরিস্থিতিতে উদাসীন থাকার পরিচয় দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিজে করোনায় আক্রান্ত হওয়ার পরেও এতটুকু সচেতন হননি। কোয়ারেন্টাইনে থাকাকালীন বা হাসপাতালে ভর্তি থাকাকালীন মাস্ক ছাড়া প্রকাশ্যে রাস্তায় বেরিয়ে কার্যত আমেরিকাবাসীর কাছে প্রেসিডেন্ট হিসেবে হাস্যকর হয়ে উঠেছিলেন ট্রাম্প। যার রেশ প্রেসিডেন্ট নির্বাচন অবধি পৌঁছেছিল। তাঁর নিজের আসন খোয়াতে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন। আর প্রেসিডেন্ট হওয়ার পরেই তিনি ঘোষণা করেছিলেন যে, করোনার ভ্যাকসিন সকলের মধ্যে পৌঁছে দেওয়া হবে। আর সেই মতই আজ, সোমবার থেকে আমেরিকায় শুরু হতে চলেছে টিকাকরণ।

গতকাল,। রবিবার আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে বলে সূত্রে খবর। মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার এই ভ্যাকসিন তৈরি করেছে, যা সব আমেরিকাবাসীর মধ্যে বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে। ফাইজারকে এই ভ্যাকসিন তৈরির জন্য সাহায্য করেছে জার্মানের বায়োএনটেক। ১৬ বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গিয়েছে।

সূত্রে খবর, আজ আমেরিকার ১৫০টি জায়গায় ভ্যাকসিন পৌঁছানোর কাজ সম্পন্ন হয়েছে। বাকি ৪৫০টি জায়গায় আগামিকাল, মঙ্গলবার এবং বুধবারের মধ্যে ভ্যাকসিন সরবরাহের কাজ সম্পন্ন হতে পারে বলে জানানো হয়েছে। মোট ৩০ লক্ষ ভ্যাকসিন শট দেশময় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, করোনায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। আর সেই দেশে ভ্যাকসিন সরবরাহের কাজ শুরু হওয়ার খবর প্রকাশে আসতেই দেশবাসী স্বস্তি পেয়েছে বলে মনে করা হচ্ছে।