Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মার্কিন ফার্মা সংস্থা ও জার্মান বায়োটেক সংস্থার করোনা ভ্যাকসিন ৯০ শতাংশ কাজ করছে

বিশ্ব জুড়ে এখনও করোনার থাবা রয়েছে। যদিও আগের থেকে বেশ কিছুটা নিয়ন্ত্রণে করোনা ভাইরাস। তবুও কোনও দেশই এখনও করোনার ভ্যাকসিন বাজারে আনতে পারেনি। তবে ৯০ শতাংশ কাজ করছে করোনার ভ্যাকসিন…

Avatar

বিশ্ব জুড়ে এখনও করোনার থাবা রয়েছে। যদিও আগের থেকে বেশ কিছুটা নিয়ন্ত্রণে করোনা ভাইরাস। তবুও কোনও দেশই এখনও করোনার ভ্যাকসিন বাজারে আনতে পারেনি। তবে ৯০ শতাংশ কাজ করছে করোনার ভ্যাকসিন এমনটাই জানিয়েছে মার্কিন ফার্মা সংস্থা Pfizer এবং জার্মান বায়োটেক সংস্থা BioNTech। এই টিকাকরণের ফলে কোনওরকম সংক্রমণ হচ্ছে না। এমনকি নেই কোন পার্শপ্রতিক্রিয়াও।

Pfizer সংস্থা চেয়ারম্যান ও সিইও অ্যালবার্ট বাউরলা এ প্রসঙ্গে বলেছেন, ‘অনেকটা পথ এগিয়েছি আমরা৷ বিশ্ব জুড়ে এই অতিমারীর সঙ্গে লড়াইয়ে আমরা সক্ষম হতে আর কয়েক ধাপ দূরে৷ আমাদের ভ্যাকসিন তৈরির কাজ ফেজ থ্রি-তে পৌঁছেছে৷ ইতিমধ্যেই তার প্রথম ধাপ সাফল্যের সঙ্গে শেষও হয়েছে৷’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যেভাবে কাজ এগোচ্ছে তাতে ভ্যাকসিন আসতে আর খুব বেশি সময় লাগবে না বলেই মনে করছেন সকলে৷ ভ্যাকসিন তৈরি হলেই ৫ কোটি ডোজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে৷ ২০২০-র মধ্যেই তা সম্ভব বলে সংস্থার আশা৷ বাস্তবে এই আশা পূরণ হয় কিনা, এখন সেটাই দেখার।

About Author