নিউজপলিটিক্সরাজ্য

“ঘটনাটি অত্যন্ত কুরুচিকর”, মমতার বক্তব্যের আগে জয় শ্রীরাম স্লোগান প্রসঙ্গে বক্তব্য সেলিমের

সিপিএম নেতা সেলিম বললেন, "সরকারি মঞ্চে সরকারি খরচায় অনুষ্ঠানে বিজেপির দলীয় লোক ভরা উচিত হয়নি"

Advertisement

আজ অর্থাৎ ২১ জানুয়ারি নেতাজি জয়ন্তীতে একমঞ্চে মোদী ও মমতার উপস্থিতি নিয়ে সরগরম হয়ে গেছে গোটা বঙ্গ রাজনীতি। তবে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই তাল কাটলো। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কথা ছিল ভিক্টোরিয়ার অনুষ্ঠানে নরেন্দ্র মোদির (Narendra Modi)পাশাপাশি বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু তিনি এক ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য না রেখেই মঞ্চ ছাড়লেন। আর বলে গেলেন, কাউকে ডেকে অপমান করা উচিত নয়। আসলে মুখ্যমন্ত্রী বক্তব্য দিতে যাওয়ার সময় একদল জনতা জয় শ্রীরাম স্লোগান দেওয়া শুরু করে।

মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে বক্তব্য না দিয়ে নেমে যাওয়ায়রাজনৈতিক মহলে ঘটনা নিয়ে প্রবল চাপানউতোর শুরু হয়েছে। তবে এরই মাঝে এই ঘটনার তীব্র নিন্দা করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। তিনি গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেছেন, সরকারি মঞ্চে সরকারি খরচে বিজেপি লোক ভরিয়ে মুখ্যমন্ত্রীর অপমান করার চেষ্টা করেছেন। যতই মুখ্যমন্ত্রীর সাথে আমাদের মতের বিরোধ থাকুক, ঘটনাটি অত্যন্ত কুরুচিকর ছিল। এছাড়া তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিয়ে বলেছেন, “আজ থেকে তিনি এই শপথ নিন যে সরকারি অনুষ্ঠানে তিনি আর নিজের দলের লোককে ভরাবেন না।”

আসলে আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপস্থিত হয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা ছিল প্রধানমন্ত্রীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়ার মঞ্চ থেকে নেতাজি জয়ন্তী উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। কিন্তু ভিক্টোরিয়ায় বক্তব্য রাখার জন্য মমতার নাম ঘোষণা হতে না হতেই একদল দর্শক জয় শ্রীরাম ধ্বনি দিয়ে শুরু করে। আর তাতেই বেজায় চটে যান মুখ্যমন্ত্রী। তিনি মঞ্চে উঠে বলেন, “আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কলকাতায় অনুষ্ঠান পালন করার জন্য। তবে কাউকে আমন্ত্রণ জানিয়ে অপমান করা উচিত নয়। আমি ঘটনার প্রতিবাদে এই অনুষ্ঠানের কোনো বক্তব্য রাখতে চাইনা।”

Related Articles

Back to top button