একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাংলা জুড়ে। গত শনিবার মোটামুটি সুষ্ঠুভাবে প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে এখনো রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য জায়গায় জায়গায় জনসভা করছেন। কোন রাজনৈতিক দল অন্যদলকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে চায় না। এরই মাঝে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য নির্বাচনকালে রাজ্যবাসীকে বার্তা দেওয়ার জন্য গত সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। আজ মঙ্গলবার বামফ্রন্টের তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটি অডিও বার্তা প্রকাশ করেছে।
অডিও বার্তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য শাসকদলের নৈরাজ্যের কথা সামনে তুলে ধরেছেন এবং বিজেপির আগ্রাসন রুখে ধর্মনিরপেক্ষ সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ। বাম আমলে রাজ্যের এই দুই ক্ষেত্রেই উন্নতি করা হতো। কিন্তু বর্তমানে তৃণমূলের জামানায় ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। এখানে এখন শুধুই আছে বিপর্যয় আর হতাশা। কৃষিজাত পণ্যের দাম লাফিয়ে বাড়ছে। গোটা রাজ্যজুড়ে শিল্পস্থাপন বন্ধ হয়ে গেছে। শিক্ষায় নৈরাজ্য চোখে পড়ার মতো। স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। নাগরিকের বাক স্বাধীনতা নেই। মহিলাদের নিরাপত্তা ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশের যুব সমাজ ভবিষ্যৎ নিয়ে উদ্যোগহীন। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে একটি ধর্ম নিরপেক্ষ সরকার গড়ে তুলতে হবে যারা গণতন্ত্রকে রক্ষা করবে।”
এছাড়াও তিনি রাজ্যের বেকারত্ব ইস্যু নিয়ে বলেছেন, “এখন রাজ্য ছেড়ে চলে যাচ্ছে অনেক যুবক। আসলে তাদের কাছে কোনো উপায় নেই। তারা রাজ্য থেকে চাকরি পাচ্ছে না। তাই তারা অন্য রাজ্যে চলে যাচ্ছি। আসলে তারা বাঁচার চেষ্টা করছে।” এছাড়াও তিনি ভোট দেয়ার অনুরোধ জানিয়ে বলেছেন, “সমস্যা সমাধান করতে বাম কংগ্রেস ও আইএসএফ সংযুক্ত মোর্চাকে নির্বাচিত করুন। ওরা ধর্মনিরপেক্ষ সরকার তৈরি করবে। ওরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবে।”














A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’