মলয় দে, নদীয়া:- নদীয়ার শান্তিপুরের ডাকঘর নেতাজি মোড়ে ৯ দফা দাবি নিয়ে মৌন অবস্থান-বিক্ষোভ করতে দেখা গেল শান্তিপুর শহর বামফ্রন্টের পক্ষ থেকে। এ বিষয়ে শান্তিপুর এরিয়া কমিটির সম্পাদক সৌমেন মাহাতো জানান, “আজকে আমাদের এই মৌন অবস্থান- বিক্ষোভ চলছে সারা রাজ্য জুড়ে, পাশাপাশি একই ভাবে আমরা শান্তিপুর ডাকঘর নেতাজি মোড়ে সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে অবস্থান-বিক্ষোভ করছি।
আমাদের দাবি, করোনা ভাইরাসের কারণে একটানা যে লকডাউন চলছে সেই পরিস্থিতিকে সামনে রেখে যারা অসংগঠিত শ্রমিক তারা কর্মহীন হয়ে পড়েছে। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে আমরা দাবি জানাচ্ছি, যে প্রত্যেকটি শ্রমিককে তার ব্যাংক অ্যাকাউন্টে ৫০০০টাকা করে দিতে হবে, রেশন ব্যবস্থা ঠিক করতে হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষকেই তার রেশন কার্ড না থাকলেও রেশন দিতে হবে। তাদের স্যানিটাইজার, সাবান, মাক্স, রেশনের মাধ্যমে দিতে হবে। এছাড়াও রাজ্য সরকার যেভাবে করোনা সম্পর্কে তথ্য গোপন করছে এর সত্যতা সাধারণ মানুষকে জানাতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে এমত অবস্থায় সব রকম সহযোগিতা করা উচিত রাজ্য সরকারের।”
যদিও এ প্রসঙ্গে শাসকদল সূত্রে জানা যায়, ৩৪ বছরের ক্ষমতাসীন গরিবের বন্ধু বলে যারা জাহির করেন, তাদের শুধু ডেপুটেশন বিক্ষোভ করতে দেখা যাচ্ছে।