বিজেপি এবং তৃণমূল দুটি দল বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা শুরু করে দিয়েছে। তবে এবারে বিধানসভা নির্বাচনের সব থেকে হেভিওয়েট কেন্দ্র হতে চলেছে পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, বিজেপি থেকে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। ফলে এবারের বিধানসভা নির্বাচনের সব থেকে হেভিওয়েট কেন্দ্রে তাদের শক্তি প্রদর্শনে ইচ্ছুক বাম কংগ্রেস এবং আই এস এফ জোট এর বড় দল সিপিআইএম। মনে করা হচ্ছে, নন্দীগ্রাম আসনটি আব্বাস দের না দিয়ে সেখানে নিজেদের প্রার্থী দেবে সিপিআইএম।
সিপিআইএম চেয়ারম্যান বিমান বসু বলেছেন, “নন্দীগ্রাম আসন এবারের নির্বাচনের সবথেকে হেভিওয়েট আসন। এই আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিজেপি শুভেন্দু অধিকারীর মত একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে। ফলে, নন্দীগ্রামে আমরাও ভালো প্রার্থী কে দাঁড় করাবো।”
তবে, তিনি এখনও পর্যন্ত সেই প্রার্থীর নাম ঘোষণা করেননি। তিনি বলেছেন, এই হাইপ্রোফাইল কেন্দ্রে এমন প্রার্থীকে আমরা জোটের থেকে দাড় করাব যার রাজ্যস্তরে পরিচিতি আছে। প্রার্থী তালিকা চূড়ান্ত হলে তারপর তিনি নাম ঘোষণা করবেন বলে জানিয়ে দিয়েছেন। তার আরো মতামত, আইএসএফ এর পক্ষে এত বড় কেন্দ্রে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব না।
এছাড়াও যদি আব্বাস এই কেন্দ্রে প্রার্থী দেন তাহলে সারা দেশে বার্তা যাবে, বামফ্রন্ট বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। এটা বামেদের জন্য খারাপ হবে। তাই, আমরা এই কেন্দ্রে নিজেদের প্রার্থী দাড় করানোর পরিকল্পনা করেছি। সম্ভবত এই কারণেই নন্দীগ্রাম আসন থেকে ভাইজান এর নাম কাটলেন বিমান, সূর্যকান্তরা।