নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল সেই মুহূর্তে সিপিএম ঘোষণা করে যে তারা একমাত্র রাজ্যে সত্যি কারের হিন্দুত্ব প্রচার করবে। এবং এই হিন্দুত্ববাদের মাধ্যমে তারা লেনিন, মার্কস বাদে বিশ্বাসী বিজেপিকে রুখতে পারবে।
সত্যি কারের হিন্দুত্বকে প্রচার করতে তাদের একমাত্র ভরসা চৈতন্য রামকৃষ্ণ ও বিবেকানন্দ এর হিন্দুত্ববাদ তবে তাদের সঙ্গে হাত মিলিয়েছেন কংগ্রেস জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে প্রচারে নামছেন সিপিএমের বর্ষীয়ান নেতারা।
সিপিএমের সাথে সাথে প্রদেশ কংগ্রেস ও কিছু কিছু কর্মসূচির উদ্যোগ নিয়েছেন তার মধ্যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ‘সংবিধান বাঁচাও ভারত বাঁচাও’ কর্মসূচি উল্লেখযোগ্য। শ্রী শ্রী রামকৃষ্ণের মতে ‘যত মত তত পথ’ এছাড়াও স্বামী বিবেকানন্দ শ্রীচৈতন্যের বাণী প্রচার করা হবে।
বিজেপি যেভাবে হিন্দু ধর্মের মূল ভিত্তি কে নষ্ট করছে তার উপায় হিসাবে তারা এই সমস্ত মনীষীর বাণী প্রচার করতে চান। শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ চৈতন্যদেব এবং স্বামী বিবেকানন্দের বাণী ও নয় সাথে থাকবে মহাত্মা গান্ধী পন্ডিত জহরলাল নেহেরু, নেতাজি, সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ, ভীমরাও আম্বেদকর এর ভারত কে তৈরি করার ধারণা ও।
তবে এই কাজ শুধু কংগ্রেস করবেনা কংগ্রেস এই কাজে সামিল দেওয়ার জন্য সিপিএমকে অনুরোধ করেছেন। তবে সিপিএমের বর্ষীয়ান নেতারা বসে ছিলেন এই বিষয়ে আলোচনা করতে ফ্রান্স নেতাদের সঙ্গে এবং সেই বৈঠকেই তারা সিদ্ধান্ত নেয় যে এই ধারণাটি নেহাত খারাপ নয় বিজেপির হিন্দুত্বর বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয় তাহলে সঠিক হিন্দুত্ববাদ কে তুলে ধরতে হবে মানুষের সামনে।
তবে সিপিএম ও তাদের প্রচারে পিছিয়ে নেই রাজ্যজুড়ে তারা লিফলেট বিলি করছে। এবং এই লিফলেট এ প্রশ্ন করা হচ্ছে, বিজেপি নাগরিকত্ব সংশোধনী বিল পাস করিয়ে ঠিক কি করতে চাইছে? লিফলেট সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়ে তারা চাইছেন সাধারণ মানুষ যেন এই বিষয়ে গর্জে উঠুক। নিরক্ষর মানুষের কাছেও পৌঁছে দেওয়া হবে এই সিএবি, এনআরসির নেতিবাচক দিকগুলো তবে তা করা হবে গান, নাটক এবং লোকগীতির মাধ্যমে।