সিডনি: কিছুদিন আগেই শেষ হওয়া অস্ট্রেলিয়া (Australia) সফরে ইতিহাস তৈরি করেছে ভারত (India)। সিরিজ জিতে শুধু বর্ডার গাভাস্কার ট্রফি নিজেদের দখলে রাখেনি চতুর্থ তথা শেষ টেস্টে ভাঙা টিম নিয়ে গাব্বার মাঠে ৩২ বছর অস্ট্রেলিয়ার অপরাজিত থাকার রেকর্ড ভেঙ্গে দিয়েছে। তবে অন্যতম সেরা এই টেস্ট (Test) সিরিজ জয় একেবার দাগহীন ছিল না। সিডনিতে (Sydney) হওয়া তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দর্শকদের একাংশের দ্বারা বর্ণবিদ্বেষী মন্তব্যের স্বীকার হন ভারতীয় দলের পেস জুগল মহম্মদ সিরাজ (Mohammad Siraj) ও জশপ্রিত বুমরা (Jashprit Bumrah)।
ফিরে আসে ১৩ বছর আগের ‘মাঙ্কিগেটে’র কালো ছায়া। মাঠে উপস্থিত ভারতীয় অধিনায়ক রাহানে তৎক্ষণাৎ মাঠের আম্পায়ারকে এই ঘটনা নিয়ে অভিযোগ করেন। গোটা খেলার দুনিয়া এই ঘটনার তীব্র নিন্দায় সরব হন। ঘটনা নিয়ে তদন্ত শুরু করে ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ সেই ঘটনার তদন্তের রিপোর্ট প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। যাতে এই ঘটনার সত্যতা মেনে নিয়েছে তারা। পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর এই বিষয়ে এক বিবৃতিতে সিএ বলেছে, “আমরা পুরে বিষয়টা খতিয়ে দেখেছি।
অভিযোগ সম্পূর্ণ সত্যি। ভারতীয় টিমের কিছু সদস্য বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন, এই ধরণের বিষয় সিএ কড়া হাতে সামলায়। সেই কারণে সিসিটিভি ফুটেজ, টিকিট সংক্রান্ত তথ্য, কিছু নির্দিষ্ট সমর্থকের সঙ্গে কথা বলা হচ্ছে। অভিযুক্ত কারা, তা চিহ্নিত করার জন্য।” অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড নিশ্চিত করছে বর্ণবিদ্বেষের সঙ্গে জড়িয়ে থাকা সমর্থকদের খুঁজে বের করে তাদের কড়া শাস্তি দেওয়া হবে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, “এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, ওই দিন ৮৬তম ওভারে গ্যালারি থেকে আপত্তিকর মন্তব্য উড়ে এসেছিল। তার সমর্থনে কিছু ফুটেজ পাওয়া গেছে।” বর্ণবিদ্বেষের কালো ছায়া বারবার আক্রান্ত করেছে খেলার দুনিয়াকে। এই নিয়ে আগেও কড়া শাস্তির হাজার নমুনা রয়েছে। সিডনিতে ভারতীয় টিমের সঙ্গে ঘটা ওই ঘটনার জন্য আইসিসিও অভিযোগ জানিয়েছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতীয় টিমের কাছে এইরকম জঘন্য ঘটনার জন্য ক্ষমা চেয়েছে। সিএ বলেছে, “নিউ সাউথ ওয়েলেসের পুলিশ এই ব্যাপারে তদন্ত সম্পূর্ণ করবে। সেই রিপোর্ট পুরো না আসা পর্যন্ত আর কোনও মন্তব্য করা হবে না।” অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসার যোগ্য। যা পরবর্তীকালে এই ধরনের ঘটনা আটকাতে ও বন্ধ করতে সাহাজ্য করবে।