আজকালকার দিনে বিনোদনের অন্যতম প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। টিভি, রেডিও, সংবাদপত্র ইত্যাদির ব্যবহার অনেকটাই কমে গিয়েছে এই ডিজিটাল দুনিয়াতে। করোনা পরিস্থিতিতে গৃহবন্দী দশায় তাই প্রত্যেক মানুষের সময় কাটানোর অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। নানা হাসির, মজার বা নাচ, গানের ভিডিও দেখে সময় কাটছে সকলের। এককথায় বলা যেতে পারে এই কঠিন সময়ে সকলের কাছে অক্সিজেন এই সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হয়ে থাকে। সম্প্রতি একটি ছোট্ট ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন।
সোশ্যাল মিডিয়াতে আজকাল মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন পশু পাখির ভিডিও। অনেকেই বাড়ির পোষা পশু পাখিদের বিভিন্ন কার্যকলাপের ভিডিও বানিয়ে পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়ে যায়। কখনো দেখা যায় টিয়া পাখির অদ্ভুত কথা বলার প্রতিভা, তো কখনো দেখা যায় কুকুরছানার কিউট খেলার মুহূর্ত। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে একটি মুরগি ও কুমিরের জীবন সংঘাত। ঠিক কি হয়েছিল জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি কুমির পুকুরের মধ্যে ডুবে ওঁত পেতে বসে আছে শিকারের জন্য। আর সেই সময় পুকুর পাড়ে চলে আসে একটি হাঁস এবং একটি মুরগি। কুমিরটি বিন্দুমাত্র সময় নষ্ট না করে পুকুর থেকে সোজা ওই হাঁসের উপর আক্রমণ করে এবং হাঁসটিকে মুখে পুরে নেয়। এরপর মুরগিটি উদাসীনভাবে ওই পুকুরের পাড় থেকে সরে যায়। কুমিরের আক্রমণে ভীত সন্ত্রস্ত না হয়ে মুরগির উদাসীনতা হাসির রোল তুলেছে নেটপাড়ায়।
ভিডিওটি ইনস্টাগ্রাম পেজে wild_animal_pix পোস্ট করা হয়েছিল। ভিডিওটি পোস্ট করা হয় ৬ অক্টোবর। শেয়ার করার পর থেকে, ক্লিপটি ১ লাখেরও বেশি লাইক পেয়ে গেছে। এছাড়া নেটিজেনদের বিভিন্ন মন্তব্য ভিডিওটিকে ব্যাপক ভাইরাল করে তুলেছে। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন, তাহলে এখানে অবশ্যই দেখে নিন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside