Viral: দিনের ব্যস্ততম সময়ে গাড়ি থামিয়ে রাস্তা পার হচ্ছে এক সি লায়ন, ভাইরাল ভিডিও

সান ডিযেগো ক্যালিফোর্নিয়ার ব্যস্ততম রাস্তায় এবার দেখা গেল অদ্ভুত একটি ঘটনা। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে লক্ষ্য করলাম ভরা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে একটি সি লায়ন। এটি এক ধরনের বড় আকৃতির সিল। শুক্রবার এর এই ঘটনা ক্যালিফোর্নিয়ার সমস্ত জনতাকে একেবারে হতচকিত করে দিয়েছেন। যদিও, সমুদ্রের ওই স্তন্যপায়ী প্রাণীটির কোন সমস্যা হয়নি। স্থানীয় মানুষজন এবং ক্যালিফোর্নিয়ার বেশকিছু উদ্ধারকারী দল তাকে সুস্থভাবে সঠিক জায়গায় আবার নিয়ে গেছে। কিছুক্ষণের জন্য, ক্যালিফোর্নিয়া অঞ্চলে ট্রাফিক পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও কোন সমস্যা হয়নি কারো।

অন্যদিকে টুইটারে বর্তমানে এই সি লায়ন এর ভিডিওটি বেশ ভাইরাল হয়ে উঠেছে। গুড নিউজ করেস্পন্ডেন্ট সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি আপলোড করেছেন এবং ইতিমধ্যেই বহু মানুষ এই ভিডিও লাইক করেছেন। আমরা দেখতে পাচ্ছি, ক্যালিফোর্নিয়ার ব্যস্ততম রাস্তায় এই প্রাণীটিকে উদ্ধার করার জন্য দুইজন ট্রাফিক নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ক্যালিফোনিয়া হাইওয়ে পেট্রোলিং পুলিশ রিপোর্ট করেছে, ওই প্রাণীটি ক্যালিফোর্নিয়ার রাস্তার চারটি লেন অতিক্রম করে ৯৪ নম্বর হাইওয়ে থেকে পারাপার করছিল। তারপর হঠাৎ করেই এই প্রাণীটি একেবারে মাঝ রাস্তায় চলে আসে। তার ফলে মুহূর্তের মধ্যে ট্রাফিক বন্ধ হয়ে যায়।

শুধুমাত্র, এই করেসপন্ডেন্ট একা নন, অনেকেরই নজরে পড়েছে এই সি লায়ন এর কান্ড কারখানা। যদিও এখনও কেউ বুঝে উঠতে পারছেন না এই জিনিসটা এত দূরে এল কি করে। সাধারণত সমুদ্রে থাকা এই প্রাণীটি কিভাবে এতদূর চলে এসে রাস্তা পার করতে শুরু করলো তা দেখে অনেকে অবাক। এই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘এই প্রাণীটিকে দেখে ক্যালিফোর্নিয়া অঞ্চলের সমস্ত গাড়ি চালক নিজেদের গাড়ি থামিয়ে দিয়েছেন। এই প্রাণীটিকে রাস্তা পার করার জন্য তারাও সাহায্য করেছেন। ৯৪ নম্বর সড়ক দিয়ে পার করার সময় শুক্রবার এই ঘটনা ঘটে। সমুদ্র থেকে প্রায় তিন মাইল পথ পেরিয়ে চলে এসেছিল এই সি লায়ন। যদিও পরবর্তীতে তাকে আবার সমুদ্রে ফেরত পাঠানো হয়েছে। যদিও এই প্রথম নয়, এই সি লায়নকে এর আগেও সমুদ্র থেকে বেরিয়ে অন্য কোন জায়গায় চলে আসতে দেখা গেছে।’

একজন প্রত্যক্ষদর্শী মিডিয়াকে বললেন, ‘আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা আমি কি দেখলাম। আমার আজ অব্দি দেখা সবথেকে অদ্ভুত জিনিস ছিল এটা।’ সী ওয়ার্ল্ড সান ডিযেগোর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জাল এবং একটি বিশেষ ধরনের ফাঁদ এর মাধ্যমে এই সী লায়নটিকে উদ্ধার করে। তাকে উদ্ধার করার পরে, প্রথমে তাকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁর শারীরিক অবস্থা সুস্থ হলে, আবার তাকে সমুদ্রে ফেরত পাঠানো হয়।