ইন্ডিয়ান ব্যাংকের এটিএম থেকে থেকে আর ২০০০ টাকার নোট পাওয়া যাবেনা। ইন্ডিয়ান ব্যাংকের তরফে অনেক আগেই একথা জানানো হয়েছিল, ১লা মার্চ থেকে তা কার্যকর হলো। ২০০০ টাকার নোটের বদলে আরও বেশি করে ২০০ টাকার নোট রাখা হবে এটিএম গুলোতে, জানানো হয়েছে ব্যাংকের তরফে।
ইন্ডিয়ান ব্যাঙ্কের এক আধিকারিক জানিয়েছেন, ‘গ্রাহকরা এটিএম থেকে ২০০০ টাকার নোট তুলে সেই নোটই আবার ব্যাংকের শাখায় ভাঙাতে আসতেন। এই সমস্যার জন্য আমাদের সমস্ত এটিএম থেকে আমরা ২০০০ টাকার নোট তুলে নিলাম। ২০০০ টাকার নোটের জায়গায় এবার থেকে আরও বেশি করে ২০০ টাকার নোট রাখা হবে এটিএম গুলোতে।’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দিনে মাত্র একশ টাকা বিনিয়োগ করুন, পান চার কোটি টাকা
ইন্ডিয়ান ব্যাংকের তরফে এক বিজ্ঞপ্তিতে দেশে তাদের সমস্ত শাখা গুলিকে জানানো হয়েছে, যাতে নতুন করে ব্যাংকের এটিএমে ২০০০ টাকার নোট না রাখা হয়। ১লা মার্চ থেকেই ব্যাংকের যে এটিএম গুলোতে ২০০০ টাকার নোট ছিল সেগুলোও বের করে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ব্যাংকের তরফে। তবে ব্যাংকের শাখা থেকে ২০০০ টাকার নোট দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ইন্ডিয়ান ব্যাংক ২০০০ টাকার পরিবর্তে এবার থেকে আরও বেশি করে ২০০ টাকার নোট রাখবে এটিএম গুলোতে। সুতরাং ইন্ডিয়ান ব্যাংকের গ্রাহকদের কারও এবার থেকে ২০০০ টাকার নোট লাগলে সরাসরি ব্যাংকের ব্রাঞ্চেই যেতে হবে।