‘মাইয়া যশোদা এ তেরে কানাইয়া’ গানে অসাধারণ অঙ্গভঙ্গি ছোট্ট বালিকার, না দেখলে মিস করবেন – Video

আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের মুহূর্ত মাত্র। একটি ভিডিওর মাধ্যমে এমন অনেক মানুষ আছে যারা পরিচিতির শীর্ষ আসন দখল করেছেন। আবার এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায়…

Avatar

আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের মুহূর্ত মাত্র। একটি ভিডিওর মাধ্যমে এমন অনেক মানুষ আছে যারা পরিচিতির শীর্ষ আসন দখল করেছেন। আবার এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে সমালোচনার নতুন দ্বার খুলে দিয়েছেন। বর্তমান সময়ের প্রতিনিয়ত দেখা যাচ্ছে, মিডিয়া পাড়ায় ভাইরাল হওয়ার জন্য লজ্জার সীমা অতিক্রম করেছে অনেকেই। তবে লজ্জার সীমা অতিক্রম না করেও যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যায় তা প্রমাণিত করেছে ৭ বছরের এক বালিকা।

'মাইয়া যশোদা এ তেরে কানাইয়া' গানে অসাধারণ অঙ্গভঙ্গি ছোট্ট বালিকার, না দেখলে মিস করবেন - Video

মিডিয়াপাড়ায় ভাইরাল হওয়ার জন্য বর্তমানে বলিউড বা টলিউড অভিনেতা-অভিনেত্রী হওয়ার প্রয়োজন নেই। গ্রামের সাধারণ মানুষও কয়েক মুহূর্তের মধ্যে ভাইরাল হতে পারে ইন্টারনেটে। তবে তার জন্য সঠিক কনটেন্ট এবং দক্ষ অভিনয়ের প্রয়োজন। সম্প্রতি ইউটিউবে কয়েক মিনিটের একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। যেখানে ছোট্ট একটি মেয়েকে অসাধারণ অঙ্গভঙ্গিমায় নাচ করতে দেখা যাচ্ছে।

‘প্লে উইথ রাধি’ নামের ইউটিউব চ্যানেল থেকে কয়েক মিনিটের ছোট্ট ভিডিওটি আপলোড করা হয়েছে। যেখানে ৭ থেকে ৮ বছরের ছোট্ট একটি মেয়েকে অসাধারণ অঙ্গ ভঙ্গিমায় নৃত্য করতে দেখা যাচ্ছে। শ্রীকৃষ্ণের গুনগান তথা ‘মাইয়া যশোদা এ তেরে কানাইয়া….’ গানে ওই মেয়েটির ডান্সের স্টেপ গুলি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। ইউটিউবে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোন একটি সংক্ষিপ্ত পার্কে লাল ড্রেসে সাবলীল ভাবে নিত্য করছে ওই বালিকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর থেকে ভিডিওটি এখনো পর্যন্ত প্রায় ২ হাজার মানুষ উপভোগ করেছেন।