ভাইরাল & ভিডিও

‘আমি শ্বশুরবাড়ি যাবো’, খুদে কন্যার আবদারের ‘কিউট’ ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

Advertisement

গতিময়তার জীবনে সব মানুষ দৈনন্দিন বেঁচে থাকার ইঁদুর দৌড়ে অংশগ্রহণ করে জীবন অতিবাহিত করে। বর্তমানে ঠিকমতো বেঁচে থাকতে গেলে প্রায় সারাদিন কঠোর পরিশ্রম করে দিনযাপন করতে হয়। এই সময় অন্যের কি হলো তা দেখার সময় খুব কম মানুষেরই থাকে। কিন্তু তারই মাঝে মানুষ সময় বার করে এখন সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বিচরণ করে সারাদিনের ক্লান্তি কমায়। এছাড়া বিশ্বজুড়ে করোনা ভাইরাস প্যানডেমিকে মানুষ ঘরবন্দী হয়ে যাওয়ার পর সময় অতিবাহিত করার জন্য সোশ্যাল মিডিয়াকে প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছে মানুষ। এই সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই অবাক করার ভিডিও বা হাসির ভিডিও সামনে চলে আসে। আজকের এই প্রতিবেদনে এমনই এক হাসির ভিডিওর সম্বন্ধে জানবো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পুঁচকে শিশুর মুখে পাকা পাকা কথা নেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। আসলে এটা প্রথমবার এমন নয়। এর আগেও বারবার ভাইরাল ভিডিও শিরোনামে উঠে আসে কোন খুদে শিশুর গান বা নাচের ভিডিও, বা কোন সময় খুদে শিশুদের কিছু কার্যকলাপ যা নেটিজেনদের অবাক করে দেয়। এবারও তেমনি একহাসির ভিডিও নেটিজেনদের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছে যা সোশ্যাল মিডিয়াতে আপাতত ভাইরাল হয়ে গেছে।

এবারের ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একটি ছোট্ট মেয়ে একটি ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তার পরনে আছে একটি লাল রঙের ফ্রক। বয়স মেরেকেটে দুই থেকে আড়াই বছরের বেশী হবে না। সে সবে সবে কথা বলতে শিখেছে। কিন্তু কথা বলতে শিখেই ওই খুদে আবদার করছে, “দরজা খুলে দাও আমি শ্বশুরবাড়ি যাবো।” প্রথমে কথাটি শুনলে আপনারও অবাক লাগবে। যেই শিশু সবে কথা বলতে শিখেছে সে আবদার করছে শ্বশুরবাড়ি যাওয়ার। তার তো এখনো বিয়ে, সংসার, শ্বশুরবাড়ি সম্বন্ধে কোন সম্যক জ্ঞান না থাকারই কথা।

কিন্তু ওই খুদে বড়দের থেকে কথা শুনে বা টিভি দেখে বেশ ভালই রপ্ত করে নিয়েছে পাকাপাকা কথা। সে তার কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে, পয়সা নিয়ে, বড়ো জুতো পড়ে প্রস্তুত শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। ভিডিওটি দেখে নেটিজেনদের মধ্যে হাসির রোল উঠেছে। আসলে এতো কম বয়সী এক খুদের মুখে এমন পাকা কথা কেউ ধারণাও করতে পারিনি। নেটিজেনরা ভিডিওতে লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছে। আর তার ফলেই নেট দুনিয়ার শিরোনামে এখন ওই খুদের শ্বশুরবাড়ি যেতে চাওয়ার ভিডিও।

Related Articles

Back to top button