Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতার রাস্তায় তৈরি হচ্ছে সাইকেল লেন, শুরু হচ্ছে নকসার কাজ

সাইকেল লেন তৈরি হতে পারে কলকাতায়। পৌরসভার উদ্যোগে তেমনই ঈঙ্গিত মিলেছে। লকডাউন পরবর্তী সময়ে কলকাতার রাস্তায় সাইকেলের সংখ্যা বেড়েছে। শহরের বিভিন্ন রাস্তায় সাইকেল চালানোর উপর নিষেধাজ্ঞা থাকায় প্রশ্নের মুখে পড়তে…

Avatar

সাইকেল লেন তৈরি হতে পারে কলকাতায়। পৌরসভার উদ্যোগে তেমনই ঈঙ্গিত মিলেছে। লকডাউন পরবর্তী সময়ে কলকাতার রাস্তায় সাইকেলের সংখ্যা বেড়েছে। শহরের বিভিন্ন রাস্তায় সাইকেল চালানোর উপর নিষেধাজ্ঞা থাকায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে পৌরসভাকে। এই অবস্থায় দাঁড়িয়ে, কলকাতায় সাইকেল লেন তৈরি আদৌও কতটা সম্ভব, তা নিয়ে ভাবতে শুরু করে সংশ্লিষ্ট আধিকারিকরা। এই কাজ কতটা বাস্তবসম্মত হতে পারে তা বুঝতে এক বিশেষ সংস্থাকে দায়িত্ব দিয়েছে কেএমডিএ।

কলকাতার রাস্তায় সাইকেলের আলাদা লেন কীভাবে করা যেতে পারে নকশা তৈরি করে তা জানাবে ওই সংস্থা। সমীক্ষা শেষ করে ৫ মাসের মধ্যে নকশা প্রস্তুত করা হবে বলে জানা গেছে। কেএমডিএ সূত্রে জানা গেছে, কলকাতা শহরের ৬০ টি রাস্তায় সাইকেলের জন্য আলাদা লেন হতে পারে। প্রসঙ্গত, পরিবেশবান্ধব যান হিসেবে অনেক দিন থেকেই কলকাতার রাস্তায় সাইকেলের ব্যবহারের দাবি করে এসেছেন পরিবেশপ্রেমীরা। পৃথিবীর অন্যতম দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকা কলকাতায় সাইকেলের চাহিদা সর্বোচ্চ থাকবে বলেই মনে করা হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরিবেশপ্রেমীদের ভাবনাকে সম্মান জানিয়ে কেএমডিএর কর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন বিদায়ী মেয়র। তবে এখনও সাইকেলের লেনের নকশা তৈরি হয়নি বলে জানিয়েছেন তিনি। ফলে কীভাবে লেন তৈরির কাজ বাস্তবায়ন করা সম্ভব, তা এখনই বলা যাচ্ছে না। সূত্রের খবর, ফুটপাথ কেটে তৈরি করা হতে পারে এই সাইকেল লেন। কেএমসি ও কেএমডিএ একত্রে এই কাজ করবে বলে জানা গেছে।

About Author