নিউজরাজ্য

সাইকেল যাত্রায় নদিয়া থেকে গ্যাংটকে, পরিবেশের বার্তা নিয়ে একা একা তরুণ

Advertisement

মলয় দে, নদীয়া: নদীয়া জেলার বক্সিপুর থেকে সিকিমের গ্যাংটক এর উদ্দেশ্যে সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদান ও দূষন মুক্ত পৃথিবী গড়ে তোলার বার্তা ছড়িয়ে দিতে ২৭ নভেম্বর ২০১৯ সাইকেল যাত্রা শুরু করলেন রকি মন্ডল নামে এক তরুণ। পেশায় কম্পিউটার অপারেটর। মানুষকে সচেতন করাই তার মূল লক্ষ্য।

তিনি তাঁর বার্তায় উল্লেখ করেছেন –

১) আবহমানকাল ধরে মানবদেহের জন্য রক্তদান এবং রক্ত গ্রহণের ব্যবহার চলছে। স্বেচ্ছায় রক্তদাতাদের ‘রক্তবীর’ অভিহিত করে, রক্তদানের এই সামাজিক আন্দোলনকে আরও বিস্তৃত করতে হবে।

২) আগামীর স্বপ্ন দূষন মুক্ত পৃথিবী গড়ে তোলা। অার গাছ না লাগালে পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে না,
আগামী প্রজন্মের কথা ভেবে গাছ লাগাতে হবে । গাছ-ই আগামী দিনে নির্মল পরিবেশ গড়ে তুলতে সাহায্য করবে।

এই দুই বার্তা কে সামনে রেখেই তাঁর যাত্রা শুরু। তবে এবারই প্রথম নয় সমাজ গঠনের বার্তা নিয়ে নদীয়া থেকে দীঘা ও টাইগার হিল পর্যন্ত সাইকেল যাত্রা করেছেন ।

যাত্রাপথ : বকশিপুর (নদীয়া), বহরমপুর (মুর্শিদাবাদ), মালদা ডালখোলা,(উত্তর দিনাজপুর ) শিলিগুড়ি (দার্জিলিং) কালিমপং, গ্যাংটক (সিকিম ) ।

যাত্রাপথে সকলের সহযোগিতা ও পাশে থাকার আবেদন জানিয়েছেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related Articles

Back to top button