Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাংলায় ১৫০ কিমি গতিতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় আমফান

Updated :  Sunday, May 17, 2020 9:56 AM

খুব শীঘ্রই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান। আগামী ১২ ঘন্টার মধ্যে পরিণত হবে প্রবল ঘূর্ণিঝড়ে। আর সোমবারের মধ্যে তা আকার নেবে অতি প্রবল ঘূর্ণিঝড়ের। IMD জানিয়েছে এই ঘূর্ণিঝড় যে গতিতে এগিয়ে আসছে, তাতে পশ্চিমবঙ্গে যে খুব প্রবল আকার নেবে তা বোঝা যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে জারি হয়েছে সতর্কতা।

বর্তমানে আমফানের অবস্থান পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ১০৬০ কিলোমিটার দূরে। সমুদ্রে এই ঘূর্ণিঝড়ের গতি ২০ কিলোমিটার হলেও স্থলভাগে এর গতি ১৫০ থেকে ১৬০ কিলোমিটার হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১৮ মে থেকে এই ঝড় উত্তর ও উত্তর পূর্ব অভিমুখে এগোবে। ১৮ মে সকালে বঙ্গোপসাগরের দক্ষিণ অঞ্চলে ঝড়ের গতি প্রতি ঘন্টায় ১২৫-১৩৫ কিমি হবে। পরে আরও বেড়ে ১৫০ কিমি প্রতি ঘণ্টা হবে।

বঙ্গোপসাগরের উত্তরে তার গতি বেড়ে প্রতি ঘন্টায় ১৬০-১৭০ কিমি হবে। ১৯ মে সেই গতি বেড়ে প্রতি ঘন্টায় ১৯০ কিমি হবে। ২০ মে সকালে গতি প্রতি ঘন্টায় ১৫৫-১৬৫ কিমি থাকবে। আবার বেড়ে প্রতি ঘন্টায় ১৮০ কিমি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। ভারতের পূর্ব উপকূলের সব রাজ্যেই শুরু হবে ব্যাপক ঝড়বৃষ্টি।