শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’, আগামী ২৪ ঘণ্টা প্রবল দুর্যোগের আশঙ্কা
তীব্র গতি নিয়ে এগিয়ে আসছে ঘূর্নাবর্ত ‘আমফান’। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এ রাজ্যের বেশ কিছু জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
সুমাত্রা দ্বীপের ঘূর্ণাবর্তটি বর্তমানে অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগরে। আজকের মধ্যেই শক্তি বাড়িয়ে সেটি পরিণত হতে পারে নিম্নচাপে। শুধু তাই নয় পরবর্তী ৪৮ ঘণ্টায় সেটি আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়া অন্যান্য কিছু রাজ্য, যেমন অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেছে।
এই ঘূর্নাবর্তের কারণে আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে মত্স্যজীবীদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
অন্যদিকে আজ সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কমে হয় যথাক্রমে ২৪.৬ ও ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিলো ৫৫-৮৯ শতাংশ।