দেশরাজ্য

Train Cancel On Cyclone: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা, আগামীকাল থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাতিল হচ্ছে অনেক ট্রেন, দেখুন পুরো তালিকা

বঙ্গের আকাশে ফের দুর্যোগের আশঙ্কা, সেই কারণে ২৩ ২৪ এবং ২৫ শে অক্টোবর বেশকিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে

Advertisement

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় ডানা। ২৩-২৪ এবং ২৫ অক্টোবর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের। এর কারণে এই তিন দিন একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। ২৩ তারিখ বাতিল করা হয়েছে মোট ১৮ টি ট্রেন। ২৪ অক্টোবর বাতিল করা হয়েছে, ৩৭ টি ট্রেন এবং ২৫ অক্টোবর ১১ টি ট্রেন বাতিল হয়েছে। এই তিন দিন কোন কোন ট্রেন বাতিল হয়েছে, চলুন তাহলে জেনে নেওয়া যাক এক নজরে।

২৩ অক্টোবর বাতিল হয়েছে কন্যাকুমারী ডিব্রুগড় এক্সপ্রেস, শিলচর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ ভুবনেশ্বর বিশাখা এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল হাওড়া মেল এক্সপ্রেস, পন্ডিচেরি হাওড়া এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল শালিমার এক্সপ্রেস, পন্ডিচেরি ভুবনেশ্বর এক্সপ্রেস, বেঙ্গালুরু ভুবনেশ্বর প্রশান্তি এক্সপ্রেস, মুম্বাই ভুবনেশ্বর কোনারক এক্সপ্রেস, বেঙ্গালুরু গুয়াহাটি এক্সপ্রেস, হায়দ্রাবাদ হাওড়া ইস্ট কোস্ট এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনামা এক্সপ্রেস, বেঙ্গালুরু টু হাওড়া হামসাফার এক্সপ্রেস, বেঙ্গালুরু টু হাওড়া এসএফ এক্সপ্রেস, সুরাট থেকে ব্রহ্মপুর এক্সপ্রেস, কামাক্ষা বেঙ্গালুরু এসি এক্সপ্রেস, কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস, গান্ধীধাম পুরি এক্সপ্রেস।

২৪ তারিখ বাতিল হয়েছে সেকেন্দ্রাবাদ মালদা টাউন স্পেশাল এক্সপ্রেস, তিরুনেলভ্যালি শালিমার স্পেশাল এক্সপ্রেস, হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, খড়গপুর ভেলুপুরাম এসএফ এক্সপ্রেস, শালিমার হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, সাঁতরাগাছি ম্যাঙ্গালোর সেন্ট্রাল বিবেক এক্সপ্রেস, শালিমার চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস, হাওড়া তিরুচিরাপল্লী এসএফ এক্সপ্রেস, হাওড়া বেঙ্গালুরু এসএফ এক্সপ্রেস, শালিমার ভাস্কো দা গামা এক্সপ্রেস, হাওড়া চেন্নাই সেন্ট্রাল মেল, পাটনা এর্নাকুলাম এক্সপ্রেস, সাঁতরাগাছি চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস, রাউরকেল্লা গুনপুর রাজ্য রানী এক্সপ্রেস, কটক গুণপুর মেমু, গুনপুর বিশাখাপত্তনম স্পেশাল এক্সপ্রেস, পলসা বিশাখাপত্তনম মেমু, ভুবনেশ্বর জুনাগড় এক্সপ্রেস, ভুবনেশ্বর জগদলপুর হিরাখণ্ড এক্সপ্রেস, পুরি গুণপুর এক্সপ্রেস, বিশাখাপত্তনম ভুবনেশ্বর বন্দে ভারত এক্সপ্রেস, বিশাখাপত্তনম দীঘা এক্সপ্রেস, গুনপুর রাউরকেল্লা রাজ্য রানী এক্সপ্রেস, বিশাখাপত্তনম ভুবনেশ্বর ইন্টারসিটি এক্সপ্রেস, বিশাখাপত্তনম ব্রহ্মপুর স্পেশাল এক্সপ্রেস, এমজিআর চেন্নাই সেন্ট্রাল শালিমার করমন্ডল এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল সাঁতরাগাছি এসি এক্সপ্রেস, বেঙ্গালুরু মুজাফফরপুর এক্সপ্রেস, জুনাগড় রোড ভুবনেশ্বর এক্সপ্রেস, জগদলপুর ভুবনেশ্বর হীরাখন্ড এক্সপ্রেস, তাম্বারাম সাঁতরাগাছি এক্সপ্রেস, বেঙ্গালুরু হাওড়া দুরন্ত এক্সপ্রেস, গুনপুর পুরি এক্সপ্রেস, পুরী তিরুপতি এক্সপ্রেস, বিশাখাপত্তনাম গুণপুর প্যাসেঞ্জার স্পেশাল, বিশাখাপত্তনম পলশা মেমু, বিশাখাপত্তনম ব্রহ্মপুর এক্সপ্রেস

২৫ তারিখ বাতিল হবে বিশাখাপত্তনম সুরাট এক্সপ্রেস, দীঘা বিশাখাপত্তনাম এক্সপ্রেস, ভুবনেশ্বর বিশাখাপত্তনম ইন্টারসিটি এক্সপ্রেস, ভুবনেশ্বর বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল, গুনপুর বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল, ব্রহ্মপুর বিশাখাপত্তনম এক্সপ্রেস, গুনপুর কটক এক্সপ্রেস, বিশাখাপত্তনম অমৃতসর হিরাকুন্ড এক্সপ্রেস, গুনপুর পুরি এক্সপ্রেস, বিশাখাপত্তনম গুণপুর প্যাসেঞ্জার স্পেশাল, পুরি গুনপুর এক্সপ্রেস।

Related Articles

Back to top button