Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের অশনি সংকেত, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘গতি’

Updated :  Saturday, October 10, 2020 11:04 AM

আমফানের পর মহারাষ্ট্রে আছড়ে পড়েছিল নিসর্গ। এই ঘূর্ণিঝড়ের রেশ এখনও কাটেনি। বিশেষত আমফান যে দুর্বিষহ স্মৃতি রাজ্যবাসীর মনে তৈরি করেছে, তা আজও দগদগে ঘায়ের মত মনে রয়ে গিয়েছে। আর এবার পুজোর আগেই বাংলাদেশের বুকে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘গতি’। সপ্তাহখানেক আগে এই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। আর আজ, সোমবার সকালে আরও শক্তিশালী রূপ নিয়ে অন্ধপ্রদেশ উপকূল দিয়ে ঘূর্ণিঝড় ‘গতি’ প্রবেশ করবে রাজ্যে। এর ফলে ঘন্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। সঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্ধ্রপ্রদেশে প্রদেশে জারি করা হতে পারে লাল সতর্কতা।

আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এ অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও কিছুটা আঁচ এ রাজ্যে পড়বে বলে মনে করা হচ্ছে।

ফের অশনি সংকেত, শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'গতি'

এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি বঙ্গোপসাগরের একাংশ প্রচন্ড উত্তাল হতে পারে বলেও জানা গিয়েছে। যার ফলে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।