Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাবধান! সাইক্লোন ‘কিয়ার’ এর পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, জারি রেড অ্যালার্ট

আবহাওয়া সূত্রে খবর একদিকে যখন সুপার সাইক্লোন ‘কিয়ার' নিয়ে তীব্র আতঙ্কে রয়েছে দেশ এরই মধ্যে ধেয়ে আসছে আরও একটি সাইক্লোন। এই মুহুর্তের আবহাওয়ার সবথেকে বড় খবর বলতে এপার এবং ওপর…

Avatar

আবহাওয়া সূত্রে খবর একদিকে যখন সুপার সাইক্লোন ‘কিয়ার’ নিয়ে তীব্র আতঙ্কে রয়েছে দেশ এরই মধ্যে ধেয়ে আসছে আরও একটি সাইক্লোন। এই মুহুর্তের আবহাওয়ার সবথেকে বড় খবর বলতে এপার এবং ওপর বাংলার একটাই খবর আন্দাবানের গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘বুলবুল’ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে এটি।

সূত্রের খবর, ‘বুলবুল’ নামের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের পূর্ব উপকূল শান্ত থেকে অশান্ত হতে বেশি সময় লাগবে না। এই ঘূর্ণিঝড়টির সম্পর্কে সেরকম কিছু জানা যায়নি। তবে জানা গিয়েছে যে, এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের কিছু অংশ এবং ভারতের পূর্ব উপকূলে বৃষ্টিপাত ঘটাবে। আর অনুমান করা হচ্ছে এই পরিস্থিতি দু-তিনদিন থাকতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ঘূর্ণঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে ১ -২ দিনের মধ্যে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এর জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। সতর্কবার্তা জারি করা হয়েছে। আর আগামী ৭২ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।

About Author