লাক্ষাদ্বীপ ও সংলগ্ন দক্ষিন-পূর্ব আরব সাগর ও মালদ্বীপ অঞ্চলে সূপার সাইক্লোন “কিয়ার” ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে কেরালা, কর্নাটকের উপকূলীয় অঞ্চল, এবং তামিলনাড়ুতে আজ ও আগামীকাল মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লাক্ষাদ্বীপের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতরের মতে, “মহা” সাইক্লোনটি আগামী ১২ ঘন্টায় লাক্ষাদ্বীপের উওর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সাইক্লোনটি দক্ষিন-পশ্চিমে অগ্রসর হবে। তারপর এটি পশ্চিম বা উত্তর-পশ্চিমে অগ্রসর হবে। বাতাসের গতি প্রতি ঘন্টায় ৮০-৯০ কিলোমিটার/ঘন্টা থাকবে। কিন্তু লাক্ষাদ্বীপের ওপর বয়ে যাওয়ার সময় এর গতিবেগ ১০০ কিমি/ঘন্টা এর ওপর থাকবে। খুব সম্ভবত এটি বৃদ্ধি পেয়ে ১০০-১১০ কিমি/ঘন্টা জোরে বইবে।
আগামী ২৪ ঘন্টায় লাক্ষাদ্বীপে আছড়ে পড়তে পারে সাইক্লোনটি। ভারতীয় আবহাওয়া দফতরের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় আরবসাগরে “মহা” ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে।