নিউজরাজ্য

ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ১৬ই মে আছড়ে পড়তে পারে বঙ্গে

Advertisement

ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আগামী ১৬ই মে একটি ঘূর্ণিঝড় ঘনীভূত হতে পারে। আর এই ঘূর্ণিঝড়ের গতিপথ হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে।

অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সন্নিহিত সুন্দরবন উপকূলীয় অঞ্চলের কোনো একটি স্থানে ঘূর্ণিঝড়টির প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বঙ্গে আরও একটি ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা দেখা গিয়েছিল। তবে তার গতিপথ বদলে তা হয়তো মায়ানমারের দিকে প্রভাব বিস্তার করতে পারে। সেই ঘূর্ণিঝড়ের শক্তি ততটাও বৃদ্ধি পেতে পারেনি।

এছাড়া আরও একটি সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, আন্দামান নিকোবরে আগামী ১৬ই মে প্রবেশ করতে পারে বর্ষা। আর সেই সময়েই ঘূর্ণিঝড়টির ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হচ্ছে যা আগামীতে ঘূর্ণিঝড়ে পরিনত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button