নিউজরাজ্য

Cyclone Update Mocha: বিধ্বংসী দৈত্যাকার ঘূর্ণিঝড়ে পরিণত মোকা, ২৪ ঘণ্টার মধ্যেই হবে ল্যান্ডফল

চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা, এবং এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে মায়ানমারে

Advertisement

চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। রবিবার দুপুরে মায়ানমারে এই ঝড়ের ল্যান্ডফল হতে চলেছে। এই মোকার প্রভাবে রাজ্যের উপকূলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা এবং হাওড়া জেলায়। মোকার প্রভাবে রাজ্যের উপকূল এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়াও দীঘায় সতর্কতায় চলছে মাইকিং। কাউন ডাউন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। উপকূলে সতর্কবার্তা জারি করা হয়েছে। সুন্দরবন প্রশাসন বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। বকখালি সাগর এবং উপকূল এলাকায় জোরদার নজরদারি চলছে এবং সতর্কতার জন্য তৈরি হয়েছে বিপর্যয় মোকাবিলা টিম।

শনিবার সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪মে রবিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ মে সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারের পাশাপাশি মঙ্গলবার উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত দিন দুয়েকের জন্য তাপমাত্রা পরিবর্তন না হলেও তার পরের দুদিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

শনিবার সকালের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ মে সোমবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদীয়ার কোন কোন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি জায়গাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।

১৫ মে সোমবার পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। ১৬ মে মঙ্গলবার আরো বেশি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনে তাপমাত্রা ২ থেকে ৩° পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী দু’দিনে আবারো তাপমাত্রা ৩ থেকে ৪° সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। শনিবার সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর কিংবা বিকেলের দিকে কোন কোন জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৬ এবং ২৯ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Back to top button