ডিসেম্বর মাসের শুরু হয়ে গেলেও বঙ্গজুড়ে শীতের আমেজ খুব একটা নেই বললেই চলে। ভোরের দিকে শীত অনুভূত হলেও, বেলা বাড়লেই তা সম্পূর্ণ উধাও হয়ে যায়। তারমধ্যে শহরতলি কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। তবে এই শীতের ইনিংসের মধ্যেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় মান্দাস। আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে এসে নিম্নচাপে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের জেরে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে দক্ষিণ ভারতের চেন্নাইয়ে। এবার এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি বাংলার ওপর এসে না পড়লেও, আজ অর্থাৎ শুক্রবার দুই বঙ্গে মেঘলা আকাশ অব্যাহত থাকবে।
আজ সকাল থেকে মেঘলা আকাশ থাকার কারণে দিনের বেলা অন্যান্য দিনের তুলনায় দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় জায়গাতেই ঠান্ডা অনুভূত হবে। তবে অন্যদিনের তুলনায় রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে। হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় পৌঁছে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাব সরাসরি পড়বে তামিলনাড়ুর পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে। তাই তিন জেলায় ইতিমধ্যেই ঝড়ের সর্তকতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হয়েছে।
সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব না পরলেও পরোক্ষ প্রভাব দেখা যাবে বাংলার বুকে। তাই আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। উত্তরে হাওয়া বা উত্তর-পশ্চিমে হাওয়ার প্রভাব অনেকটাই কমতে পারে যে কারণে রাতের দিকে তাপমাত্রা বাড়বে। আজ সকালে তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রির ঘরে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে স্বাভাবিকের তুলনায়।