কেন্দ্রীয় কর্মীদের বড় সুখবর দিল অর্থমন্ত্রক, এই দিন থেকে DA ৪% বাড়বে
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার বড় সুখবর শোনাতে চলেছে মোদি সরকার। আবারো তাদের ডিএ আর ডিআর বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। DA বৃদ্ধি প্রসঙ্গ নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা না হলেও জানা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি আবার আরবে DA। কবে বাড়বে এই নিয়ে তুমুল চর্চা চলছিল সকলের মধ্যে। তবে এই বিষয়ে বড় আপডেট এসেছে।
বর্তমানে ৪২% হারে মহার্ঘ্য ভাতা পান কর্মচারীরা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের জন্য শ্রম মন্ত্রক কর্তৃক প্রকাশিত AICPI তথ্য অনুযায়ী, এবারও মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধির প্রত্যাশিত। উল্লেখ্য, গত দুই দফায় মূল্যস্ফীতি চার শতাংশ বেড়েছে। এমতাবস্থায় মূল্যস্ফীতির এআইসিপিআই তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে এবারও তা ৪ শতাংশ বাড়বে। ফলে কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বর্তমান ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হবে। এমনটা হলে তাদের বেতন ও পেনশনে বড় ধরনের বৃদ্ধি হতে পারে।
বর্ধিত মহার্ঘ ভাতা ১ লা জুলাই, ২০২৩ থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একথা বলেন। সরকার যদি এই মাসে অক্টোবরে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা দেয়, তবে অক্টোবর মাসের বর্ধিত বেতন কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে জমা হবে। এছাড়া তারা দীপাবলির আগে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের বকেয়াও পেতে পারেন। এমন পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের দীপাবলি বাম্পার হতে পারে বলে আশা করা হচ্ছে।