দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারী কর্মীরা তাদের DA বৃদ্ধির অপেক্ষা করছেন। অনেকেই আশা করেছিলেন যে আবার ৪% DA বাড়বে তাদের। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির অপেক্ষার মধ্যেই ব্যাংক কর্মীদের জন্য সুখবর এসেছে। ব্যাংক ইউনিয়ন এবং IBA বা ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এর মধ্যে ১১ তম দ্বিপক্ষীয় নিষ্পত্তির অধীনে ব্যাংক কর্মীদের মহার্ঘ ভাতা বা DA বৃদ্ধি করা হয়েছে। তবে এই মহার্ঘ ভাতা ৪ শতাংশের বদলে মাত্র ২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
এই বৃদ্ধির ফলে ব্যাংক কর্মীদের বেতনের হার ৪৪.২৪ শতাংশ হয়েছে। এর আগে মে থেকে জুলাই ২০২৩ পর্যন্ত ৪১.৭২ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছিল। সুতরাং মোট বেড়েছে ২.৫২ শতাংশ। ব্যাংক কর্মীদের ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত ২০১৬ সালের বেস ইয়ারের সাথে CPI (IW) ডেটার ভিত্তিতে নেওয়া হয়েছে। এই বৃদ্ধি ৩৬টি ডিএ স্ল্যাব বৃদ্ধির সাথে সম্পর্কিত। ব্যাংক কর্মীদের ৬৩২ ডিএ স্ল্যাব দেওয়া হবে যেখানে বিদ্যমান ৫৯৬ ডিএ স্ল্যাব রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগী ৪২ শতাংশ ডিএ পাচ্ছেন। ডিএ সর্বশেষ ২৪ মার্চ সংশোধন করা হয়েছিল এবং ১ জানুয়ারী, ২০২৩ থেকে কার্যকর হয়েছিল। বর্তমানে DA বৃদ্ধির কোনো খবর নিশ্চিত না। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার পরই ডিএ ও ডিআর বৃদ্ধির পরিমাণ নিশ্চিত হবে।