কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর। সরকার শিগগিরই তাদের মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে। সেপ্টেম্বর মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর নিয়ে আসছে। মাস শুরু হবে নতুন পরিসংখ্যান দিয়ে। ২০২৪ সালের জুলাই মাসের এআইসিপিআই সূচক নম্বর প্রকাশ করা হবে। ২০২৪ সালের জুলাই থেকে কার্যকর হতে যাওয়া মহার্ঘ ভাতা সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হতে চলেছে। সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন নেওয়া কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে পারে।
সেপ্টেম্বরে এ ব্যাপারে ঘোষণা করা হতে পারে
২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত এআইসিপিআই সূচকের সংখ্যায় মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। তবে এর আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। খুব শিগগিরই তা অনুমোদন করতে পারে কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বরে এ ব্যাপারে ঘোষণা করা হতে পারে। আগামী ২৫ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন হতে পারে। কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করতে পারে।
মহার্ঘ ভাতা ৫৩.৩৬ শতাংশে পৌঁছেছে
এই মুহূর্তে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৫০ শতাংশ ডিএ পাচ্ছেন তাঁরা। তবে ৩ শতাংশ বৃদ্ধির পর তা হবে ৫৩ শতাংশ। AICPI সূচক অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত মোট মহার্ঘ ভাতা ৫৩.৩৬ শতাংশে পৌঁছেছে। তবে সরকার ক্ষুদ্র হিসাব করে না। তাই মাত্র ৫৩ শতাংশ সিদ্ধান্ত নেওয়া হবে।

বাড়তি ৯ হাজার ৬০০ টাকা লাভ!
যদি হিসেব করা যায় তাহলে যে সরকারি কর্মচারীদের মূল বেতন ১৮ হাজার টাকা, ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেলে প্রতি মাসে ৭২০ টাকা অর্থাৎ বছরে ৮,৬৪০ টাকা বেতন বৃদ্ধি হবে। একইভাবে কর্মীদের মূল বেতন ২০ হাজার, তাঁরা প্রতি মাসে ৪০০ এবং বছরে বাড়তি ৯ হাজার ৬০০ টাকা লাভ করতে পারেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside