পুজোর আগেই বেতন বৃদ্ধি! জানুন কার মাইনে কতো বাড়ছে
চলতি মাসেই কেন্দ্রীয় কর্মীদের জন্য আসতে পারে দারুণ খবর। সরকার এই মাসে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে।
চলতি মাসেই কেন্দ্রীয় কর্মীদের জন্য আসতে পারে দারুণ খবর। সরকার এই মাসে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণা করতে পারে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে। এই সম্ভাবনা বাস্তবায়িত হলে কর্মচারীদের যথেষ্ট স্বস্তি দেবে। মহার্ঘ ভাতা বৃদ্ধির পাশাপাশি কর্মীদের বেতনও বাড়বে। কিন্ত বেতন কতটা বাড়বে এখন সে ব্যাপারে রয়েছে কৌতূহল।
কর্মচারীরা DA বৃদ্ধির জন্য অপেক্ষা করে রয়েছেন
বস্তুত, প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত কর্মচারীরা ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করে রয়েছেন। ডিএ-র এই বৃদ্ধি সমস্ত কর্মচারীদের বেতনে রয়েছে। সপ্তম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের বেতন ও মহার্ঘ ভাতা বছরে দু’বার বৃদ্ধি করা হয়।
মহার্ঘ ভাতা (DA) ৩% বৃদ্ধি করতে পারে
মিডিয়া রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত AICPI IW সূচকের তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কর্মীরা ২০২৪ সালের জুলাই থেকে ৩% বৃদ্ধি পেয়ে DA পাবেন। জুনের এআইসিপিআই সূচকে ১.৫ পয়েন্ট বেড়েছে। তথ্য অনুযায়ী, সরকার মহার্ঘ ভাতা (ডিএ) ৩% বৃদ্ধি করতে পারে, যার পরে এটি ৫৩% হবে। আগামী ২৫ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকের এ ব্যাপারে আলোচনা করা হতে পারে।
জেনে নেওয়া যাক বেতন বৃদ্ধির হিসেব কেমন হতে পারে
এক্ষেত্রে কোনও কর্মী মাসে ৫০ হাজার টাকা বেতন পেলে তাঁর বেতন বাড়বে ১,৫০০ টাকা। এর আগে জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়েছিল, যার পরে ডিএ ছিল ৫০ শতাংশ। ডিএ / ডিআর বৃদ্ধি সাধারণত ১ জানুয়ারী থেকে ১ জুলাই এর মধ্যে কার্যকর হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা আগের মাসগুলির বকেয়া প্রাপ্য হবেন। এবার জেনে নেওয়া যাক বেতন বৃদ্ধির হিসেব কেমন হতে পারে- যে সরকারী কর্মদের মূল বেতন ১৮ হাজার টাকা, তাদের প্রতি মাসে ৭২০ টাকা বৃদ্ধি পাবে। বার্ষিক বেতন বাড়বে ৮,৬৪০ টাকা। একইভাবে, যাদের মূল বেতন ২০ হাজার টাকা তাদের বছরে ৯ হাজার ৬০০ টাকা বেতন বাড়বে।