আপনি যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন বা আপনার পরিবারে কোনও কেন্দ্রীয় কর্মচারী থাকেন, তাহলে এই খবরটি আপনার কাজের। এর আগে আশা করা হয়েছিল যে ডিএ বৃদ্ধি (DA Hike), যা ১ জুলাই থেকে কার্যকর হবে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাওয়া যাবে। তবে কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হচ্ছে যে ডিএ বৃদ্ধির জন্য অপেক্ষা করতে হবে।
পুজোর আগেই DA Hike!
আপনি যদি গত কয়েক বছরের ডিএ বৃদ্ধির ইতিহাস দেখেন, তাহলে প্রতি বছর দীপাবলির এক সপ্তাহ বা ১৫ দিন আগে ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়। তবে এবার নির্বাচনের কারণে একটু তাড়াতাড়ি হতে পারে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে কেন্দ্র। এ বার ডিএ ও ডিআর-এ ৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে অবসরপ্রাপ্ত কর্মী ও পেনশনভোগীরা।
ডিএ বৃদ্ধি ৩ থেকে ৪ শতাংশের মধ্যে
সাধারণত, জুলাইয়ের ডিএ দীপাবলির কাছাকাছি সময়ে ঘোষণা করা হয় এবং জানুয়ারির ডিএ মার্চ মাসে ঘোষণা করা হয়। সেপ্টেম্বরের শেষে ডিএ ঘোষণা করা হলে কর্মচারী ও পেনশনভোগীরা অক্টোবর মাসের বেতন পাবেন। পেনশনের বৃদ্ধি প্রযোজ্য হবে বলে আশা করা যেতে পারে। এর সহজ অর্থ হল কর্মচারীরা তিন মাসের জন্য অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া পাবেন। এবার ডিএ বৃদ্ধি ৩ থেকে ৪ শতাংশের মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে। মহার্ঘ ত্রাণের জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরে কর্মরত কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা দেওয়া হয়। এআইসিপিআই সূচকের ভিত্তিতে ডিএ গণনা করা হয়।
ডিএ বৃদ্ধির হার
২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সিপিআই-আইডব্লিউ ১৩৮.৮ থেকে বেড়ে ১৪১.৪ হয়েছে। বেড়েছে ২.৬ পয়েন্ট। ফলে ডিএ বৃদ্ধির হার ৫০.২৮ শতাংশ থেকে বেড়ে হতে পারে ৫৩.৩৬ শতাংশ।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside