দেশনিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কেন্দ্রীয় কর্মীদের জন্য হতাশজনক খবর, ৪% নয়, আরও কম বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA?

সপ্তম বেতন কমিশনের আওতায় এবার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়বে বলে মনে করা হচ্ছে।

Advertisement

কেন্দ্রীয় কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতা (DA Hike) শীঘ্রই বাড়ানো হতে পারে। তবে তা ঘোষণা করা হবে সেপ্টেম্বরে। মনে করা হচ্ছে, লেবার ব্যুরো আপাতত চূড়ান্ত সংখ্যা দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। চূড়ান্ত হলেই সংখ্যা প্রকাশ করা হবে।

বৈঠকে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে

সপ্তম বেতন কমিশনের আওতায় এবার কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বাড়বে বলে মনে করা হচ্ছে। এর পরে সেপ্টেম্বরে মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে। কর্মচারীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৩ শতাংশ করা হবে।

মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি

কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করা যেতে পারে। এই বর্ধিত বৃদ্ধি কার্যকর হলে বিদ্যমান ডিএ দিয়ে তা বেড়ে দাঁড়াবে ৫৩ শতাংশে। এটি কেবল এআইসিপিআই সূচকের ভিত্তিতে প্রত্যাশিত। এর আগে মার্চ মাসে সরকারের পক্ষ থেকে ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। পরে তা বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে। ৩১ জুলাই আসা নম্বরটি এবার বিলম্বিত করা হয়েছে। তবে বর্তমান প্রবণতা অনুযায়ী মহার্ঘ ভাতা বাড়বে মাত্র ৩ শতাংশ।

এআইসিপিআই সূচকের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া

প্রতিবারই এআইসিপিআই সূচকের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে কর্মীদের মহার্ঘ ভাতা কত বাড়ানো প্রয়োজন। তাই ২০২৪ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে ২০২৪ সালের জুলাই থেকে কর্মচারীরা কত মহার্ঘ ভাতা পাবেন। জানুয়ারি থেকে মে মাসের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। এখন জুলাই থেকে নতুন মহার্ঘ ভাতা পাওয়া যাবে। তবে সেপ্টেম্বরে ঘোষণা হতে পারে।

Related Articles

Back to top button