ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

DA Hike: নির্বাচন মিটলেই ডিএ বৃদ্ধি, জুলাইতেই ডবল লাভ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের

Advertisement
Advertisement

জুলাই মাসের অপেক্ষায় এখন দিন গুনছেন সরকারি কর্মচারীরা (Central Government Employees)। এই মাসে দ্বিগুণ লাভ হয় কর্মচারীদের। জুলাই মাসে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মহার্ঘ ভাতাও। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে সরকারের পেনশনভোগী কর্মচারীদেরও মহার্ঘ ভাতা বাড়ানো হয়। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, লোকসভা নির্বাচনের পরেই সপ্তম বেতন কমিশনের আওতায় ফের ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় কর্মচারীদের। এবার শোনা যাচ্ছে, ৪ ঠা জুন নির্বাচনের ফল ঘোষণার পরেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা হতে চলেছে।

Advertisement
Advertisement

জানা যাচ্ছে, জুলাই মাসে আবারো ৪ শতাংশ বাড়তে চলেছে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা। বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। জানুয়ারি মাস থেকেই অতিরিক্ত ৪ শতাংশ হারে ডিএ যুক্ত হয়েছে কর্মচারীদের বেতনের সঙ্গে। মনে করা হচ্ছে, জুলাই মাসে ফের ৪ শতাংশ বাড়তে পারে ডিএ।

Advertisement

উদাহরণস্বরূপ বলা যায়, কোনো কর্মচারীর বেতন যদি হয় ৫০ হাজার টাকা তাহলে তার মহার্ঘ ভাতা হবে ২ হাজার টাকা। শোনা যাচ্ছে, জুলাই মাসে মহার্ঘ ভাতা এবং বেতন ফের বৃদ্ধি পেলে আরো অন্যান্য ভাতাও বৃদ্ধি পেতে পারে।

Advertisement
Advertisement

এখনকার পরিসংখ্যান অনুযায়ী, কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ ৫১ শতাংশ। জুলাই মাসের পর সরকারের তরফে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের অনুমান, আবারো ৪ শতাংশ হারে বাড়তে পারে মহার্ঘ ভাতা। এই মুহূর্তে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আরও ৪ শতাংশ হারে ডিএ বাড়লে তা বেড়ে দাঁড়াবে ৫৪ শতাংশে। উল্লেখ্য মহার্ঘ ভাতার পরিমাণ ৫০ শতাংশ হলে তা বেসিক বেতনের সঙ্গে জুড়তে পারে সরকার। তবে সেক্ষেত্রে ডিএ এর পরিমাণ শূন্য তে নেমে আসবে। তারপর আবার মহার্ঘ ভাতার ঘোষণা করা হলে তা বেড়ে দাঁড়াবে ৪ শতাংশে।

Advertisement

Related Articles

Back to top button