DA Hike: নজিরবিহীন! লোকসভা ভোটের মাঝেই ফের ডিএ বাড়ল সরকারি কর্মীদের
দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন (Loksabha Election)। এপ্রিল মাসের শেষ থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। মে মাস জুড়ে দফায় দফায় চলছে ভোটগ্রহণ পর্ব। এর মাঝেই নজিরবিহীন ভাবে সরকারি কর্মচারীদের (Government Employees) মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করল সরকার। মঙ্গলবার অর্থ দফতরের কোডস ডিভিশন একটি নির্দেশিকা জারি করে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে। নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ।
লোকসভা নির্বাচন চলার মাঝেই জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। ৪ শতাংশ বেড়ে জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীদের ডিএ হল ৫০ শতাংশ। এর সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ এর হারের সঙ্গে সমান হয়ে গেল জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মচারীদের ডিএ এর হার। ২০২৪ এর ১ জানুয়ারি থেকেই বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে বলে জানা যাচ্ছে নির্দেশিকায়।
সপ্তম বেতন কমিশনের আওতায় বাড়ানো হয়েছে কর্মীদের ডিএ। অর্থ দফতরের নির্দেশিকায় জানানো হয়েছে, মে মাসের বেতনের সঙ্গেই বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিল মাসের বকেয়া ডিএ-ও মে মাসের বেতনের সঙ্গেই পাবেন সরকারি কর্মচারীরা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের আওতায় ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।
এখনকার পরিসংখ্যান অনুযায়ী, কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ ৫১ শতাংশ। জুলাই মাসের পর সরকারের তরফে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের অনুমান, আবারো ৪ শতাংশ হারে বাড়তে পারে মহার্ঘ ভাতা। এই মুহূর্তে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আরও ৪ শতাংশ হারে ডিএ বাড়লে তা বেড়ে দাঁড়াবে ৫৪ শতাংশে। উল্লেখ্য মহার্ঘ ভাতার পরিমাণ ৫০ শতাংশ হলে তা বেসিক বেতনের সঙ্গে জুড়তে পারে সরকার। তবে সেক্ষেত্রে ডিএ এর পরিমাণ শূন্য তে নেমে আসবে। তারপর আবার মহার্ঘ ভাতার ঘোষণা করা হলে তা বেড়ে দাঁড়াবে ৪ শতাংশে।