DA Hike: সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ফের বাড়বে DA, কত বাড়বে? জেনে নিন
DA ৩ শতাংশ বৃদ্ধি পেলে কর্মচারীদের বেতন ও পেনশন ১ হাজার টাকা থেকে বেড়ে ৫ হাজার টাকা হয়ে যাবে
সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর। বাড়তে চলেছে ডিএ বা মহার্ঘ ভাতা। এমনটাই ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। খুব শীঘ্রই উত্তরাখণ্ডের সরকারি কর্মচারীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে। এই নিয়ে খুব তাড়াতাড়ি নোটিশ জারি করবে সরকার। জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে কর্মীদের ডিএ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছিল। এবার সেই প্রস্তাব অনুমোদন পেলে এই বছর বকেয়া চার মাসের ডিএও পেয়ে যাবে কর্মচারীরা।
জানিয়ে রাখা ভাল, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়েছিল। তাঁরা এখন ৩৪ শতাংশ মহার্ঘ ভাতা সুবিধা উপভোগ করছে। আর সেই পথ অনুসরণ করেই কেন্দ্রীয় সরকারের কর্মীদের মত, উত্তরাখণ্ড সরকার তাদের কর্মীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধি করার চিন্তাভাবনা নিয়েছে। এই ৩ শতাংশ বৃদ্ধি পেলে কর্মচারীদের বেতন ও পেনশন ১ হাজার টাকা থেকে বেড়ে ৫ হাজার টাকা হয়ে যাবে।
উত্তরাখণ্ড সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মোট সংখ্যা প্রায় ৩.২৫ লাখ। তাই ডিএ বৃদ্ধির আগে অর্থ বিভাগ সংশ্লিষ্ট ফাইল প্রস্তুত করার কাজে লেগে পরেছে। ফাইল প্রস্তুত হলেই তা পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য। মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই কর্মচারীরা বৃদ্ধিপ্রাপ্ত ডিএর সুবিধা উপভোগ করতে পারবেন। যেহেতু জানুয়ারি মাস থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল, তাই চার মাসের বকেয়া ভাতাও পাবে কর্মীরা। মে মাস থেকে সমস্ত নগদে পরিশোধ করা হবে।
তবে এই ডিএ বৃদ্ধি প্রসঙ্গ নিয়ে সরকার, মজুরি বৈষম্য কমিটির চেয়ারম্যান ও সদস্যদের সাথে আলোচনা করতে পারে বলে জানা গিয়েছে। এই কমিটি এসিপি দিতে রাজি নয়। এই সংগঠনগুলি দাবি করছে পুরোনো এসিপি দিতে। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেন, সেটাই দেখার।