সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর। বাড়তে চলেছে ডিএ বা মহার্ঘ ভাতা। সূত্র মারফত জানা গিয়েছে যে চলতি বছরের হোলির মধ্যে এই ডিএ উপহার পেতে চলেছেন সরকারি কর্মীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ৪ শতাংশ বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা। এর ফলে কর্মচারীদের ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে গিয়ে ৪২ শতাংশ হয়ে যাবে। আসলে কেন্দ্রীয় সরকার প্রতিবছর জানুয়ারির শুরু থেকে জুলাই এর শেষ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ানোর প্রক্রিয়া চালায়। এই বছর হোলির সময় মহার্ঘ ভাতা বৃদ্ধি পেলে, কোন সরকারি কর্মচারীদের কত বেতন বৃদ্ধি পাবে, তা জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।
একজন কেন্দ্রীয় কর্মচারীর মূল বেতন বা বেসিক পে যদি ১৮ হাজার টাকা হয়, তাহলে ৩৮ শতাংশ হারে, বছরে ৬৮৪০ টাকা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন তিনি। এবার সেই ডিএ যদি ৪ শতাংশ বৃদ্ধি পায়, ৪২ শতাংশ হারে সে বছরের শেষে মহার্ঘ ভাতা পাবেন ৭৫৬০ টাকা। এবার আসা যাক সচিব স্তরের কর্মচারীদের ক্ষেত্রে। এই স্তরে বেসিক পে হয় ৫৬ হাজার টাকা। এতদিন পর্যন্ত তারা মহার্ঘ ভাতা হিসেবে পেতেন ২১,২৮০ টাকা। ৪ শতাংশ বৃদ্ধির ফলে এবার তারা পাবেন ২৩,৫২০ টাকা।
সার্বিকভাবে দেখতে গেলে ন্যূনতম মূল বেতন যেসব কর্মীরা পান তারা প্রতি মাসে ৭২০ টাকা ও বার্ষিক ৮ হাজার টাকার বেশি ডিএ পাবেন। এছাড়া সর্বোচ্চ বেসিক বেতন সহ কর্মচারীদের প্রতি মাসে ২২৪০ টাকা এবং বছরে ২৬ হাজার ৮৮০ টাকা বেতন বৃদ্ধি পেয়ে যাবে।